পথ-দাপটের টক্করে রুদ্ধ তিলোত্তমা |
|
অনিন্দ্য জানা: জওহরলাল নেহরু বলেছিলেন ‘মিছিল-নগরী’। শনিবারের বারবেলায় সেই ‘মিছিল-নগরী’র পুনর্জন্ম হল! যখন কলকাতা শহরের দুই প্রান্ত অবরুদ্ধ করে শাসক এবং বিরোধী পক্ষ তাদের ‘শক্তি জাহির’ করতে রাস্তায় নেমে পড়ল। শাসক পক্ষের মিছিলের পুরোভাগে রইলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁকে মাত্র ন’মাস আগে বিপুল ভোটে জিতিয়ে ক্ষমতায় এনেছেন রাজ্যের মানুষ। আর বিরোধী পক্ষের মিছিলের নেতৃত্ব দিলেন প্রধান বিরোধী দল সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। সবেমাত্র যিনি ‘সফল’ ব্রিগেড সমাবেশ করে উঠেছেন! |
|
‘ফলো অন’ করলেও বুদ্ধকে ‘টেক্কা’ মমতার |
সঞ্জয় সিংহ ও শুভাশিস ঘটক: ‘ফলো অন’ করার পরেও যে ম্যাচ জিতে বেরিয়ে যাওয়া যায়, শনিবার যাদবপুরে তা প্রমাণ করে দিল রাজ্যের প্রধান শাসন দল তৃণমূল। বুধবার যাদবপুরে ৮বি বাসস্ট্যান্ড থেকে গড়িয়া পর্যন্ত বামফ্রন্টের মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার পাল্টা বৃহস্পতিবার তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা প্রায় একই পথে মিছিল করেছিলেন। কী কলেবরে, কী স্বতঃস্ফূর্ততায় বুদ্ধবাবুদের থেকে অনেকটাই পিছিয়ে ছিলেন পার্থবাবুরা। |
|
|
সরকার ‘স্বেচ্ছাচারী’,
পাল্টা তোপ বিমানের |
আর্যভট্ট খান: পার্ক স্ট্রিট, কাটোয়া, গাঙ্গুলিবাগানের মতো ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, বর্তমান সরকার দলতন্ত্র প্রতিষ্ঠার জন্য আসলে ‘স্বেচ্ছাচারিতা’ করছে। রাজারহাটে ‘সন্ত্রাসে’র প্রতিবাদে মিছিল করে সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। রাজ্যের প্রথম ‘মহিলা’ মুখ্যমন্ত্রীকেও কড়া আক্রমণ করেছেন তিনি। সম্প্রতি প্রধান বিরোধীদল সিপিএমের রাজনৈতিক বক্তব্যেই স্পষ্ট যে, রাজনৈতিক ‘হামলা এবং সংঘর্ষে’র ঘটনার পাশাপাশিই তারা রাজ্যে লাগাতার ধর্ষণের ঘটনাকে সামনে রেখে সরকারকে আক্রমণের রাস্তায় যাচ্ছে। |
|
|
ভিআইপি রুদ্ধ, বিমান
পেলেন না বহু যাত্রী |
|
আর্জিকেই এফআইআর
ধরে তদন্ত শুরুর
নির্দেশ কোর্টের |
|
|
|
বন্ধ ফ্ল্যাটে বধূর দেহ,
স্বামীকে খুঁজছে পুলিশ |
|
ধৃতদের জেল হাজতের নির্দেশ |
|
|