অবরুদ্ধ বার্মিংহাম,
তবু বল গড়াচ্ছে টেস্টের |
গৌতম ভট্টাচার্য, বার্মিংহাম: কার্যত অবরুদ্ধ বার্মিংহাম। এয়ারপোর্ট থেকে বেরোতে ট্যাক্সিচালক প্রথমেই জানিয়ে দিলেন, টিম হোটেলে নিয়ে যেতে পারবেন এমন কোনও নিশ্চয়তা দিতে পারছেন না। যেখান থেকে পুলিশের ব্যারিকেড শুরু, সেখানে নামিয়ে দেবেন। সেটা হোটেল থেকে দু’তিন কিলোমিটার দূরে হওয়ারই সম্ভাবনা!
শহরের কেন্দ্রস্থলের দিকে যত এগোনো যাচ্ছে, রাস্তাঘাট তত বেশি ফাঁকা। কারণ সংঘর্ষটা মূলত সেখানেই হয়েছে। সংঘর্ষের উৎস জনৈক কৃষ্ণাঙ্গ তরুণের হত্যা। বার্মিংহামের জনসংখ্যায় কৃষ্ণাঙ্গদেরই আধিক্য বেশি। |
|
জীবনের কঠিনতম সফর স্বীকার করছেন ধোনি |
সংবাদসংস্থা, বার্মিংহাম: প্রচারমাধ্যম অনেক আগেই রায় দিয়ে দিয়েছে। এজবাস্টনে তৃতীয় টেস্ট শুরুর চব্বিশ ঘণ্টা আগে মহেন্দ্র সিংহ ধোনি নিজেও স্বীকার করে নিলেন, চলতি ইংল্যান্ড সফর তাঁর ক্রিকেটজীবনের অন্যতম কঠিন সফর। “চোট, ফিটনেস, ফর্মসব কিছু মিলিয়ে দেখতে গেলে দুশ্চিন্তার প্রচুর বিষয় আছে। এই চেয়ে কোনও কঠিন সফরের কথা এই মুহূর্তে মনে পড়ছে না। এটা আমার জীবনের অন্যতম কঠিন বিদেশ সফরের মধ্যে একটা,” তৃতীয় টেস্টের আগের দিন সাংবাদিক সম্মেলনে বলেছেন ভারত অধিনায়ক। |
 |
|
রায়নাদের চেয়ে আমার মা-ও শর্ট বল ভাল খেলবে |
 |
জিওফ্রে বয়কট: সিরিজে ০-২ পিছিয়ে পড়ার পর ভারত তৃতীয় টেস্টে কী ভাবে উঠে দাঁড়াবে ভেবে পাচ্ছি না। সত্যি বলতে কী, জাহির খান ওদের বোলিংয়ে সেরা আশা ছিল, বিশেষ করে এজবাস্টনের পিচ-পরিবেশের নিরিখে। কিন্তু চোটের জন্য সফর থেকেই ও ছিটকে পড়ার পর আমি কোনও আশা দেখছি না যে, অপরীক্ষিত আর পি সিংহ-কে টিমে ঢুকিয়ে ভারত দু’বার ইংল্যান্ডকে অলআউট করে দেবে। কিছু ভারতীয় সমর্থক হয়তো আশা করছেন যে, লন্ডনের সংঘর্ষ বার্মিংহামেও ছড়িয়ে পড়ায় এজবাস্টন টেস্ট হয়তো ভণ্ডুল হয়ে যাবে। দুঃখিত, আমি সে রকম কিছু ঘটার সম্ভাবনা দেখছি না। অতএব ভারতের কাছে সরাসরি মরণবাঁচন টেস্ট এটা এবং সেটাও ফের একটা দারুণ সবুজ উইকেটে! |
|
তাতানোর কাজটা ক্যাপ্টেনকেই করতে হবে |
|
|
|
 |
ওপারাকে ওডাফা,“খেলা হবে
এগারো বনাম এগারো” |
|
শহরে আরও ইন্ডোর
স্টেডিয়াম চান মমতা |
 |
|
টুকরো খবর |
|
|