|
 |
 |
|
লন্ডনের পর বিক্ষোভ ছড়াল অন্য শহরেও |
 |
নিজস্ব প্রতিবেদন: অরাজকতার এ রকম দৃশ্য বহু দিন দেখেনি লন্ডন!
ভাঙচুর, লুঠপাট আর আগুন। তিন দিনের বিক্ষোভে বিধ্বস্ত লন্ডন আর তার চারপাশের শহরগুলোর চেহারা এখন এ রকম। এর মধ্যে দক্ষিণ লন্ডনের ক্রয়ডনে সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবকের আজ হাসপাতালে মৃত্যু হয়েছে।
শনিবার রাতে টটেনহ্যাম শহর থেকে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়েছে বার্মিংহাম, ব্রিস্টল, লিভারপুল, নটিংহ্যাম, পেকহ্যাম, হ্যাকনি, ক্রয়ডন এবং ইলিংয়ের মতো নানা শহরে। পরিস্থিতি এখন এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে যে, বিভিন্ন শহরে মোতায়েন করতে হয়েছে ১৬ হাজার পুলিশ। |
|
নিজস্ব প্রতিবেদন: তুলনাটা আসছে বারবারই।
ফের কি ‘ব্রিক্সটন দাঙ্গার’ পুনরাবৃত্তি দেখছে লন্ডন? বা ‘ব্রডওয়াটার ফার্ম সংঘর্ষে’র? প্রায় তিন দশক আগে রাজপরিবারে দুনিয়ার নজর কাড়া বিয়ের পরে লন্ডন কাঁপিয়ে দিয়েছিল পুলিশ-কৃষ্ণাঙ্গ জনতার ওই সব সংঘর্ষ। এ বারও তাই। সে বারও আর্থিক মন্দায় হাঁসফাঁস করছিল ব্রিটেন। আর অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বা মিশ্র জাতি গোষ্ঠী অধ্যুষিত যে সব এলাকায় সংঘর্ষ হয়েছিল, এ বারও মোটামুটি সেই সব বা সেই রকম এলাকাতেই ছড়াচ্ছে আগুন। |
নিছক গুন্ডামি
না তরুণ
প্রজন্মের হতাশা,
উত্তর খুঁজছে ব্রিটেন |
|

রণক্ষেত্র লন্ডন |
|
|
|
|
 |
|
|