|
|
|
|
চার পেসারের ভাবনা |
জীবনের কঠিনতম সফর স্বীকার করছেন ধোনি |
সংবাদসংস্থা • বার্মিংহাম |
প্রচারমাধ্যম অনেক আগেই রায় দিয়ে দিয়েছে। এজবাস্টনে তৃতীয় টেস্ট শুরুর চব্বিশ ঘণ্টা আগে মহেন্দ্র সিংহ ধোনি নিজেও স্বীকার করে নিলেন, চলতি ইংল্যান্ড সফর তাঁর ক্রিকেটজীবনের অন্যতম কঠিন সফর। “চোট, ফিটনেস, ফর্মসব কিছু মিলিয়ে দেখতে গেলে দুশ্চিন্তার প্রচুর বিষয় আছে। এই চেয়ে কোনও কঠিন সফরের কথা এই মুহূর্তে মনে পড়ছে না। এটা আমার জীবনের অন্যতম কঠিন বিদেশ সফরের মধ্যে একটা,” তৃতীয় টেস্টের আগের দিন সাংবাদিক সম্মেলনে বলেছেন ভারত অধিনায়ক।
মানসিক ক্লান্তি তো আছেই। তার উপর প্রায় এক বছর টানা ক্রিকেট খেলে যাচ্ছেন ধোনি। সঙ্গে রয়েছে কিপিং এবং দলকে নেতৃত্ব দেওয়ার জোড়া দায়িত্ব। “মানসিক চাপ নিয়ে খুব একটা চিন্তা নেই। কিন্তু শারীরিক ভাবে এটা খুব কঠিন। তবে যত বেশি খেলব, তত অভিজ্ঞতা বাড়বে। মনের উপর নিয়ন্ত্রণ আনা শিখব,” বলছেন তিনি। সঙ্গে যোগ করেছেন, “কাজটা যদিও সহজ নয়। এক -এক জন এক -এক ভাবে ব্যাপারটার মোকাবিলা করে। কেউ বেশি নেট প্র্যাক্টিস করে। কেউ ক্রিকেট নিয়ে ভাবনাচিন্তা কমানোর চেষ্টা করে।” |
 |
মুক্ত বিহঙ্গ। এজবাস্টনে কি ‘টেক -অফ’ করবেন সচিন? মঙ্গলবার।–এএফপি |
টেস্ট সিরিজে ০ -২ পিছিয়ে থেকে এজবাস্টনে চার জন পেসার খেলানোর কথা উড়িয়ে দিচ্ছেন না ভারত অধিনায়ক। ধোনি বলেছেন, “এখানকার উইকেট এখন পর্যন্ত স্পিনারদের সাহায্য করেনি। যার জন্য চার পেসার খেলানোর কথা মনে আসা স্বাভাবিক। স্লো ওভার রেট নিয়ে আমরা চিন্তিত নই। পিচ বুঝে সেই মতো এগারো জনকে বাছা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।” ভারতের কাছে এখন চার জন ফিট পেসার রয়েছে। শ্রীসন্থ, ইশান্ত, প্রবীণ কুমার এবং মুনাফ পটেল। রুদ্রপ্রতাপ সিংহ এখনও দলের সঙ্গে যোগ দেননি।
ওপেনার বীরেন্দ্র সহবাগের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলেও ধোনি বলে দিয়েছেন, “সহবাগের না খেলার কোনও কারণ নেই। সহবাগ দুর্ধর্ষ ক্রিকেটার। বিপক্ষে বোলার যে -ই হোক না কেন, নিজের স্বাভাবিক শটগুলো খেলে যায়। ওর মতো আক্রমণাত্মক ওপেনার বিপক্ষের বোলারদের দুমড়ে দিতে পারে।” সহবাগের বাঁ কানে শুনতে না পাওয়া নিয়ে ধোনি রসিকতা করে বলেছেন, “খোঁচা মেরে ও যদি প্যাভিলিয়নের দিকে না হাঁটে, তা হলে সেটা আলাদা ব্যাপার। নয়তো সহবাগ ঠিকই আছে ! ” পাশাপাশি ইংল্যান্ডের ৪৫ থেকে ৮০ ওভার তাঁর বোলারদের ভাল বল করতে হবে বলেও জানিয়েছেন ধোনি। “আগের দু’টো টোস্টই ওই সময়টায় আমরা নিয়ন্ত্রণে আনতে পারতাম। এ বারও একই পরিস্থিতি তৈরি হলে ওদের ব্যাটিংয়ের উপর আরও চাপ দিতে হবে। যেহেতু ইংল্যান্ডের ব্যাটিং যথেষ্ট গভীর, ৪৫ থেকে ৮০ ওভার আমরা কী রকম বল করি সেটা এজবাস্টনে খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে,” বলেছেন ধোনি।
লন্ডনের সংঘর্ষ মঙ্গলবার বার্মিংহাম পর্যন্ত পৌঁছে যাওয়া নিয়ে ধোনি বলেছেন, “আমাদের হোটেলে থাকতে বলা হয়। সংঘর্ষের ব্যাপারটা খুব দুঃখজনক কিন্তু আমরা কী -ই বা করতে পারি?” তৃতীয় টেস্টের উপর এই সংঘর্ষের ছায়া পড়লেও ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস বলে দিয়েছেন, এর প্রভাব তাঁর দলের প্রস্তুতিতে পড়েনি। এজবাস্টনে সহবাগের উপস্থিতি ভারতকে কতটা টেনে তুলবে? জবাবে স্ট্রস বলেছেন, “সহবাগ খুব ভাল ব্যাটসম্যান। কিন্তু এই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলা ওর কাছেও খুব বড় পরীক্ষা।”পিঠোপিঠি দুটো টেস্ট জিতে দল যাতে আত্মতুষ্টিতে ভেসে না যায়, সে দিকে কড়া নজর স্ট্রস -এর। “মাটিতে পা রেখে চলার চেষ্টা করছি। এখনই টেস্টে এক নম্বর হওয়ার মতো দূরের ব্যাপার নিয়ে ভাবছি না। আগে এই টেস্টটা ভাল ভাবে শুরু করে জিততে চাই,” বলেছেন তিনি। ২০০৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ -০ এগিয়ে থেকেও সিরিজ হেরে যায় ইংল্যান্ড। সেই প্রসঙ্গ টেনে স্ট্রস বলেছেন, “হেডিংলে টেস্ট থেকে শিক্ষা পেয়েছি। যার জন্য এ বার আর দূরে তাকানোর ভুলটা করছি না।” |
|
|
 |
|
|