|
|
|
|
শহরে আরও ইন্ডোর স্টেডিয়াম চান মমতা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গীতাঞ্জলি স্টেডিয়াম উদ্বোধনের সঙ্গে সঙ্গে একটি নতুন ইন্ডোর স্টেডিয়াম গড়ার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নতুন স্টেডিয়াম উদ্বোধন করতে এসে তিনি বললেন, “নেতাজি ইন্ডোরের মতো আরও একটা ইন্ডোর স্টেডিয়াম গড়ব। যেখানে ১২-১৪ হাজার লোক বসতে পারে। জায়গা খোঁজারও শুরু হয়েছে।” কসবা রাজডাঙায় বিশাল মাঠের একটা দিকে গীতাঞ্জলি স্টেডিয়াম হয়েছে। আসন সংখ্যা চার হাজার। আগে এই মাঠে সি এ বি ও আই এফ এর লিগের খেলা হত। সেই বিশাল মাঠের দুই তৃতীয়াংশ এখন রাখা শপিং মলের জন্য। বাম সরকারের ওই সিদ্ধান্তের জন্য স্থানীয় ক্রীড়ামহলে তীব্র ক্ষোভ রয়েছে। নতুন স্টেডিয়ামের ছোট মাঠে কী খেলা হবে, প্রশ্ন থেকে গেল। কেননা মাঠের যা মাপ, সেখানে বড়দের ক্রিকেট, ফুটবল হবে না। |
 |
স্টেডিয়ামের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলার একঝাঁক খেলোয়াড়। ছবি: রাজীব বসু। |
কিছুদিনের মধ্যেই এখানে ক্রিকেট পিচ তৈরির কাজ শুরু হয়ে যাচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন, “ক্রিকেট পিচ তৈরি হচ্ছে ঠিকই, তবে প্রয়োজনে ফুটবল এবং অন্য খেলাও করা হবে। হবে অ্যাকাডেমিও।” আপাতত স্টেডিয়ামের ভিতরে দাবা আর টেবল টেনিস খেলার ব্যবস্থা হয়েছে। তাই প্রাক্তন ফুটবলার শ্যামল বন্দ্যোপাধ্যায়, বিদেশ বসু, গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিব্যেন্দু বড়ুয়া ও পৌলমী ঘটককেও দেখা গেল মঞ্চে। |
|
|
 |
|
|