বর্ধমান |
পিকনিকে ধর্ষণ, আউশগ্রামে ধৃত ১ |
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান ও কালনা: জঙ্গলে পিকনিক করতে গিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। রবিবার বর্ধমানের আউশগ্রামের যাদবগঞ্জের বাসিন্দারাই এই দিন সকালে মোট চার যুবককে আটক করেন। তাঁদের দাবি ছিল, চার জনই ধর্ষণ করেছে। ওই চার জনকে পুলিশের হাতেও তুলে দেওয়া হয় পরে। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা পরে বলেন, “ওই যুবকদের জেরা করে এবং প্রাথমিক তদন্তে মেলা তথ্য দেখে মনে হচ্ছে, এক জনই ওই বধূকে ধর্ষণ করেছে। মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে হীরক বিষ্ণু নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।” |
|
|
স্কুলের পাশেই ট্রান্সফর্মার, আতঙ্কে ক্লাস গাছতলাতেই |
|
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া: স্কুলের দরজার পাশেই দাঁড়িয়ে ট্রান্সফর্মার। যার ‘আর্থিং’ তার হাতে লেগে ইতিমধ্যেই জখম হয়েছে কাটোয়ার খাজুরডিহি গ্রামের মাঝিপাড়া স্কুলের দু’তিন জন পড়ুয়া। যার জেরে পুজোর আগে থেকেই পড়ুয়াদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন অভিভাবকেরা। কয়েক দিন ধরেই অন্য জায়গায় ত্রিপল টাঙিয়ে অস্থায়ী ভাবে স্কুল চালাতে বাধ্য হচ্ছেন শিক্ষকেরা। এমনকী অনেক বুঝিয়ে বাড়ি থেকে ছাত্রদের নিয়ে আসতেও হচ্ছে।
গত ১ অক্টোবর স্কুল চলাকালীন ট্রান্সফর্মারের ‘আর্থিং’ তারে হাত লেগে সোহেল শেখ নামে এক ছাত্র জখম হয়। স্কুলের প্রধান শিক্ষক বৃন্দাবন প্রধান ও এক অভিভাবকের তৎপরতায় প্রাণে বেঁচেছিল সে। |
|
শব্দে আলোয় গল্প শুরুর
অপেক্ষায় কালনার রাজবাড়ি |
|
|
|
উন্নয়ন দেখে ভোট দিন,
আর্জি মুকুলের |
|
আসানসোল-দুর্গাপুর |
ডামরায় স্কুল ভোট নিয়ে অশান্তি, থানা ঘেরাও সিপিএমের
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: স্কুলভোটকে কেন্দ্র করে রবিবার অশান্তি হল আসানসোলের ডামড়া
এলাকায়। সিপিএম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে দফায়-দফায় হাতাহাতি হয়। তৃণমূলের বিরুদ্ধে
ভোটে কারচুপি ও দলীয় কর্মীদের মারধরের অভিযোগ তুলে বেশ কয়েক ঘণ্টা থানা ঘেরাও করে সিপিএম।
তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেয় পুলিশ। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। আসানসোল
দক্ষিণ থানার ডামড়া এলাকায় বিধান স্মৃতি শিক্ষা নিকেতনের ৬টি আসনে অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল রবিবার। |
|
টুকরো খবর |
খেলার টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|