জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারে খেলায় জিতল চিত্তরঞ্জন এইচসিএল। তারা ৫ উইকেটে পানুড়িয়া বিবেকানন্দ ক্লাবকে হারায়। প্রথমে ব্যাট করে পানুড়িয়া সব উইকেট হারিয়ে ৯০ রান করে। জবাবে ৫ উইকেটে জয়ের রান তুলে নেয় চিত্তরঞ্জন। ম্যাচের সেরা হন বিজয়ী দলের মনু চট্টরাজ। প্রতিযোগিতার শনিবারের খেলায় পাঁচগাছিয়া অমর সঙ্ঘ ৬৪ রানে কাল্লা আপনজনকে হারায়। ম্যাচের সেরা বিশাল দত্ত।
|
রবিন কাজি স্মৃতি ক্রিকেটে রবিবার জিতল নিঘা। তারা শিরিষডাঙাকে ১৩০ রানে হারায়। প্রথমে ব্যাট করে নিঘা ৬ উইকেট হারিয়ে ২৬১ রান করে। জবাবে শিরিষডাঙা ১৩১ রান করে। ম্যাচের সেরা পিন্টু ওঝা। এই প্রতিযোগিতার শনিবারের খেলায় রবিন স্মৃতি সঙ্ঘ ৪ উইকেটে হুড়মাডাঙাকে হারায়। ম্যাচের সেরা রাহুল কাজি।
|
বক্তারনগর এফএ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় জিতল বাবুইসোল কলোনি। তারা অন্ডাল ১২ নম্বর রেল কলোনিকে ৪০ রানে হারায়। প্রথমে ব্যাট করে বাবুইসোল ১৩৬ রান করে। জবাবে অন্ডাল ৯৬ রানে শেষ হয়ে যায়।
|
বাবুপুর সিনিয়র লিগের রবিবারের খেলায় ভৌরো আপিল গাঁওতা ৩-০ গোলে হারাল হেন্দে রিমিলিকে। বাবুপুর মাঠে ওই খেলায় গোল করেন আনন্দ পাত্র, বাবলু বাস্কে, অমর টুডু।
|
পিপলন রামকৃষ্ণ সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল বর্ধমান একাদশ। শনিবার পিপলন গ্রামের মাঠে ফাইনালে তারাদুর্গাপুর নিউল্যান্ড ক্লাবকে ৪-১ গোলে হারায়। উপস্থিত ছিলেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়, প্রাক্তন খেলোয়াড় সুবীর ঘোষ, নাসিরুদ্দিন আহমেদ ও আসানসোলের অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত আয়কট। অন্য দিকে, রবিবার মন্তেশ্বরের পিপলন রামকৃষ্ণ সঙ্ঘ কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম সার্ধশতবর্ষ উদ্যাপন করে। পিপলন মাঠেই দৌড়, লং জাম্প, হাই জাম্প, রোড রেস আয়োজিত হয়। ছিল আবৃত্তি, কুইজ ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজনও।
|
ডিস্ট্রিক্ট ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলায় সেরা হল সেল আইএসপি। রবিবার স্পন্দন মাঠের খেলায় দুর্গাপুর আমরা ক’জন ক্লাবকে টাইব্রেকারে ৭-৫ গোলে হারায় তারা।
|
দুর্গাপুর মহকুমা সংস্থার অনূর্ধ্ব ১৭ ফুটবলে শনিবার জিতল জিবিএফসি। তারা ভ্রাতৃ সঙ্ঘকে ১ গোলে হারায়। গোলদাতা অমিত ধীবর।
|
ইসিএলের বাঁকোলা এরিয়া জোনাল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল রবিবার বাঁকোলায়। পুরুষদের ১৮টি বিভাগ ও মহিলাদের ১৩টি বিভাগে যোগ দেন ১০০ জন প্রতিযোগী। |