উত্তরবঙ্গ |
অপরাধ কমাতে
পথেও ক্যামেরা |
নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: অত্যাধুনিক ট্রাফিক সিগন্যাল, ক্লোজড সার্কিট ক্যামেরা এবং জোরাল আলোর পথবাতির উদ্বোধন হল ইসলামপুর শহরে। রবিবার সন্ধ্যায় স্থানীয় বাস টার্মিনাস এলাকাতে ওই ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। ইসলামপুরের আটটি জায়গায় চালু হল অত্যাধুনিক সিগন্যাল ব্যবস্থা। আটটি ক্লোজড সার্কিট ক্যামেরা এবং ৬৪টি জোরাল আলোর বাতিস্তম্ভ বসানো হয়েছে। |
|
নিজস্ব সংবাদদাতা, মালদহ: কালিয়াচকে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সিপিএম নেতার ছেলে কামাল সেখকে পুলিশ শনিবার রাতে গ্রেফতার করেছে। ওই ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে যে হোটেলে রেখে ধর্ষণ করা হয়েছিল তার মালিক মোজাহিদ আলিকেও গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃত দু’জনকে আদালতে তোলা হলে মুখ্য বিচারবিভাগীয় আদালতের বিচারক ৫ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। চার অভিযুক্ত পলাতক। |
কালিয়াচকে ছাত্রীকে
ধর্ষণ, গ্রেফতার দুই |
|
পানিশালায় এইমস-এর জমি, সমীক্ষা করবে মহিলা তৃণমূল |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
পার্কিং ফি-র নামে
নালিশ টাকা তোলার |
সৌমিত্র কুন্ডু, শিলিগুড়ি: শহরের কোথাও অবৈধ ভাবে পার্কিং ফি সংগ্রহ করা হচ্ছে। আবার কোথাও পার্কিংয়ের জায়গা অবৈধ ভাবে আটকে রাখার অভিযোগ উঠেছে। শিলিগুড়ির ক্ষুদিরামপল্লি, ৬ নম্বর ওয়ার্ডে এমআর রোড, পানিট্যাঙ্কি মোড় লাগোয়া গলি, বাঘা যতীন পার্ক, সেবক রোডের দুই মাইল এলাকায় একটি শপিং কমপ্লেক্স লাগোয়া গলি-সহ শহরের বিভিন্ন ব্যস্ততম এলাকায় অবৈধ পার্কিং জোন তৈরি করে টাকা তোলার অভিযোগ আছে। পুর কর্তৃপক্ষ এ ব্যাপারে ওয়াকিবহাল। |
|
নিজস্ব প্রতিবেদন: স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতে উত্তরবঙ্গে ছ’টি স্কুল দখলে রাখলেন বাম মনোভাবাপন্নরা। রবিবার শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার মিলিয়ে ১১টি স্কুলে পরিচালন সমিতির নির্বাচন হয়। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের বাড়ির কাছে হাকিমপাড়ার বালিকা বিদ্যাপীঠ নিজেদের দখলে রাখা ছাড়া শিলিগুড়ির অন্য স্কুলগুলিতে ভাল ফল করতে পারেনি তৃণমূল ও কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। দু’টি স্কুলের গণনা শেষ না হওয়া রাত পর্যন্ত ফল জানা যায়নি। |
উত্তরের ছয় স্কুলে জিতলেন
বাম মনোভাবাপন্নরা |
|
টুকরো খবর |
|
উত্তরের চিঠি |
|
চিত্র সংবাদ |
|
|