ভস্মীভূত হয়ে গেল টিটাগড় ওয়াগন কারখানার একটি গুদাম। রবিবার দুপুরে, ঘিঞ্জি এলাকার এই কারখানা
থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন কর্মীরাই। দমকল জানায়, গুদামে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা
না রেখেই প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ রাখা হয়েছিল। ১৬টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনলেও রাত পর্যন্ত তা
সম্পূর্ণ
নেভেনি বলেই খবর। দমকল আগুন নেভানো শুরু করার কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি নামে।
তার মধ্যেই গুদামে রাখা গ্যাস সিলিন্ডার প্রচণ্ড শব্দে ফাটতে শুরু করে। ছবি: বিতান ভট্টাচার্য |