ইভ-টিজিংয়ের প্রতিবাদ, প্রহৃত দাদা |
পড়ে ফেরার পথে চন্দননগরের জেলেপাড়ায় দুই যমজ বোনকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। শহরের ছুতোরপাড়ার বাসিন্দা দ্বাদশ শ্রেণির ওই দুই ছাত্রীর বাবা অরূপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “দুই মেয়ের হাত ধরে টানাটানি করে ওই যুবকেরা। মেয়েদের সঙ্গে ছিল আমার ছেলে। সে প্রতিবাদ করায় ওই মদ্যপ যুবকেরা তাকে মাটিতে ফেলে মারধর করে।” মেয়েদের কাছ থেকে খবর পেয়ে অরূপবাবু ঘটনাস্থলে পৌঁছলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। খুনের হুমকিও দেওয়া হয় তাঁদের। স্থানীয় বাসিন্দারা চলে এলে ওই যুবকেরা পালিয়ে যায়। পুলিশ তল্লাশি শুরু হয়েছে।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক প্রৌঢ়ের। আহত হন এক পথচারী। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে হরিপালের ঝাউতলায় অহল্যাবাঈ রোডে। মৃতের নাম শেখ রজব আলি (৫০)। বাড়ি গবাটি দিকনগরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১০টা নাগাদ রজব আলি পার্বতীপুর থেকে বাড়ি ফিরছিলেন। তারকেশ্বরগামী ট্রাকটির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর ট্রাকটি আর এক পথচারীকে ধাক্কা মারে। জনতা ট্রাকটিকে ধরে ফেলে। পুলিশ ট্রাকটিকে আটক করে। গ্রেফতার করা হয় চালককে।
|
হুগলির বাঁশবেড়িয়ার লালপুলের কাছে সরস্বতী নদীতে স্নান করতে নেমে মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রের। শুক্রবার দুপুরে দুর্ঘটনার পরে রাতে শুভজিৎ সাহা (১৬) নামে ওই ছাত্রের দেহটি ভেসে ওঠে। লালপুরেই তার বাড়ি। দেহটি উদ্ধার করে পুলিশ ময়না-তদন্তে পাঠায়।
|
সিঙ্গুরের আনন্দনগর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে ক্ষমতা ধরে রাখল তৃণমূল। শনিবার ওই সমবায় সমিতির ৬২টি আসনে ভোট হয়। তৃণমূলের বিরুদ্ধে জোট করে লড়ে সিপিএম এবং কংগ্রেস। প্রত্যেকটি আসনেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা।
|
সমাজবিরোধীদের দু’পক্ষের গুলির লড়াই ও বোমাবাজিতে রবিবার রাতে উত্তেজনা ছড়ায় শ্রীরামপুরের তারাপুকুরে। পুলিশ জানায়, পেটে গুলি লাগে শেখ রাজু। রঞ্জন দুবে নামে এক জন বোমায় জখম হন। দু’জন শ্রীরামপুর ওয়ালশ এবং কলকাতার হাসপাতালে ভর্তি। |