টুকরো খবর |
রেজ্জাকের কটাক্ষ মমতাকে, সফি-র স্বাগত এফডিআইকে |
নিজস্ব প্রতিবেদন |
খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বিতর্কে বামপন্থী দলগুলি ইউপিএ-২ সরকারকে সমর্থন করলে তাদের সঙ্গে থাকবেন না। বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নে ইউপিএ সরকার থেকে সমর্থন তুললে মমতাকে ‘নীল সেলাম’ জানাবেন প্রাক্তন মন্ত্রী এবং সিপিএম বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লা! ক্যানিংয়ের জীবনতলায় রবিবার এক প্রতিবাদ সভায় এমনটাই জানিয়েছেন তিনি।
দু’দিন আগে কৃষক সভার দলীয় কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তার প্রতিবাদে এ দিন ওই এলাকায় রেজ্জাকের নেতৃত্বে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। সেখানে রেজ্জাক ছাড়াও দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সাত্তার মোল্লা ও অন্য নেতারা উপস্থিত ছিলেন। পরে প্রশ্নের উত্তরে রেজ্জাক বলেন, “প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বিষয়টি সারা দুনিয়ার মানুষ জানে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া! উনি মুখ্যমন্ত্রী। গাছের খান, তলারও কুড়োন! গতকাল উনি কলকাতায় একটা মিছিল করে ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছেন। এ ক্ষেত্রে উনি যদি ইউপিএ-২ সরকারের থেকে সমর্থন তুলে নেন তা হলে আমি তাঁকে নীল সেলাম জানাব।” একই সঙ্গে বামপন্থী দলগুলি কেন্দ্রীয় সরকারকে সমর্থন করলে রেজ্জাক তাঁর দলকে ‘তালাক’ দেবেন বলে সভায় জানান। এই প্রশ্নে বামেরা অবশ্য কেন্দ্রের তুমুল বিরোধিতাই করছে। তা সত্ত্বেও রেজ্জাক ‘আগাম হুঁশিয়ারি’ দিয়ে রেখেছেন!
সর্বাত্মক বিরোধিতার আবহে এফডিআইয়ের সিদ্ধান্তকে আগের মতোই ‘স্বাগত’ জানিয়েছেন পিডিএসের রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ সৈফুদ্দিন চৌধুরী। তাঁর মতে, “এতে কৃষকদের ভাল হবে। শর্তসাপেক্ষে বিষয়টি অনুমোদন করা হয়েছে, রাজ্যগুলিকেও এক্তিয়ার দেওয়া হয়েছে চালু করা বা না-করার। এর পরে বাধা দেওয়ার কী আছে?” তাঁর দাবি, নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য ভর্তুকিপ্রাপ্ত গ্যাস সিলিন্ডারের সংখ্যা বছরে ৬ থেকে বাড়িয়ে ১০ করা হোক।
|
সন্ধ্যায় ‘ধর্ষণ’, রাতে শ্লীলতাহানি সেই বারাসতেই |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পুলিশ-প্রশাসনের তৎপর হওয়ার ঢক্কানিনাদ আছে। পথে নেমে রুখে দাঁড়াচ্ছেন বাসিন্দারাও। তা সত্ত্বেও বারাসত আছে বারাসতেই। রবিবার সন্ধ্যায় বারাসত এলাকায় দুষ্কৃতীদের শিকার হন এক স্কুলছাত্রী এবং এক কলেজছাত্রী। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চিরঞ্জিৎ ঘোষ এবং শ্লীলতাহানিতে তিন অভিযুক্তের অন্যতম তপন শীলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, বারাসতের বহিরাকালীবাড়ি এলাকার সপ্তম শ্রেণির এক ছাত্রী সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। এলাকারই এক যুবক তাকে রাস্তার পাশে ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ। মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে সব জানায়। বাড়ির লোকজন বারাসত থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ওই ঘটনার কিছু পরে দাদা ও দিদিমার সঙ্গে থেকে রেস্তোরাঁ থেকে ফেরার পথে এক কলেজছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পুলিশি সূত্রের খবর, ওই কলেজছাত্রী রাত ৮টা নাগাদ দাদা ও দিদিমার সঙ্গে হরিতলা মোড়ে পৌঁছন। ওই অঞ্চলে তখন বিশ্বকর্মা পুজোর কেনাকাটা চলছিল। তিন যুবক ওই তরুণীকে কটূক্তি এবং তাঁর হাত ধরে টানাটানি করতে থাকে। তরুণীর দাদা প্রতিবাদ করেন। তাঁদের চিৎকার শুনে লোকজন ছুটে আসেন। এক যুবককে ধরে ফেলেন তাঁরা। দু’জন পালায়। ক্ষিপ্ত জনতা ওই যুবককে বেদম মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। গত ৩ সেপ্টেম্বর বারাসতেই মহিলাদের শ্লীলতাহানি রুখতে গিয়ে খুন হন এক চিকিৎসক। ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি দুষ্কৃতীদের হামলা থেকে দিদিকে বাঁচাতে গিয়ে মারধর ও ছুরিকাঘাতে প্রাণ হারায় মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব দাস। এর মধ্যে বারাসতে মেয়েদের উপরে হামলার একাধিক ঘটনা ঘটেছে। অপহরণও বাদ যায়নি। রাজীব-হত্যার পরে পুলিশ-প্রশাসন নড়েচড়ে বসেছিল। কিন্তু তাতে যে কাজ হয়নি, এ দিনের ঘটনা তারই প্রমাণ।
|
যুবকের অপমৃত্যু হাবরায়, বালিকার বাড়িতে ভাঙচুর |
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে শনিবার উত্তেজনা ছড়ায় হাবরার জিয়লডাঙা গ্রামে। ভাঙচুর চালানো হয় এক বালিকার বাড়িতে। সেই সঙ্গে মারধর করা হয় তার দিদিমাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় ভোলা মালি (৩০) নামে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ তাঁর বাড়ির পিছনের একটি নিমগাছ থেকে উদ্ধার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে গত ১৩ সেপ্টেম্বর প্রতিবেশী এক বালিকার শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এ নিয়ে ওই রাতেই গ্রামে সালিশি হয়। পরের দিন বালিকার পরিবারের পক্ষ থেকে ভোলার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার পর থেকে ভোলার আর খোঁজ মেলেনি। ‘অপবাদ’ দেওয়ার জন্যই ভোলা আত্মঘাতী হন, এই অভিযোগ তুলে গ্রামবাসীদের একাংশ ওই বালিকার বাড়িতে ভাঙচুর চালায়। তার দিদিমাকে উদ্ধার করে পুলিশ হাবরার স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। বৃদ্ধার মাথা ফেটে গিয়েছে। পুলিশের অনুমান, ওই যুবক আত্মঘাতী হয়েছেন।
|
অপহরণের চেষ্টা, ধৃত ২ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বাড়িতে ঢুকে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে বসিরহাটের চৌমাথা এলাকার ঘটনা। পুলিশ জানায়, ধৃতদের নাম সোনা ওরফে সনু সিংহ এবং লাপ্পা দে। দু’জনে ওই এলাকারই বাসিন্দা। অভিযোগ, চৌমাথা এলাকার একটি জায়গায় বসে সোনু, লাপ্পা-সহ কয়েক জন প্রায়ই ওই ছাত্রীকে যাতায়াতের সময়ে উত্ত্যক্ত করত। এক জনকে দিন কয়েক আগে চড় মারেন ওই ছাত্রীর মা। সনুরা হুমকি দেয়। শুক্রবার রাতে সনুরা ৮-১০ জন অস্ত্রশস্ত্র নিয়ে ওই বাড়িতে চড়াও হয়। স্থানীয় লোকজন থানায় ফোন করেন। পুলিশ গিয়ে সনু ও লাপ্পাকে ধরে।
|
বজ্রাঘাতে মৃত দুই বাগদায় |
নিজস্ব সংবাদদাতা • বাগদা |
বাজার থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু হল দু’জনের। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে বাগদার পাটকেলপোঁতা গ্রামে। পুলিশ জানায়, মৃতদের নাম সাহেব তরফদার (৫২) এবং জুলফিকর মণ্ডল (৪৪)। তাঁরা ওই এলাকারই বাসিন্দা। দু’জনেই পেশায় দিনমজুর। একটি মাঠের মধ্যে দিয়ে তাঁরা ফেরার সময়ে বাজ পড়ে।
|
সমবায় নির্বাচন |
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী |
দুটি সমবায় সমিতির নির্বাচনে জয়ী হয়েছে আরএসপি এবং তৃণমূল। রবিবার বাসন্তীর দক্ষিণ রামচন্দ্রখালি সমবায় সমিতির নির্বাচনে আরএসপি ৬টি আসনে জয়ী হয়। পাশাপাশি নফরগঞ্জ হিরণময়পুর সমিতির নির্বাচনে তৃণমূল সবকটি আসন দখল করেছে।
|
পুলিশি হেফাজত |
টিটাগড়ের এক আবাসনে তরুণীর রহস্য-মৃত্যুতে ধৃত সঙ্গী সত্যজিৎ দত্তকে সাত দিন পুলিশি হেফাজত দিল আদালত। শনিবার রাতেই ওই তরুণীর পরিজনেরা টিটাগড় থানা হয়ে ওই আবাসনে যান। সত্যজিতের বাড়ির লোকেদেরও জিজ্ঞাসাবাদ চলছে।
|
তিন দুষ্কৃতী গ্রেফতার |
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতী রবিবার গড়িয়া থেকে গ্রেফতার হল। পুলিশের দাবি, সোনারপুর, বারুইপুর ও বিষ্ণুপুর থানা এলাকার কয়েকটি কারখানায় লুঠের ঘটনায় ওই দলটি জড়িত বলে জেরায় স্বীকার করেছে ধৃতেরা। ধৃতদের কাছ একটি পিস্তল, বোমা ও দু’টি ভোজালি মিলেছে।
|
ফুটবল প্রতিযোগিতা |
দুঃস্থ ছাত্রছাত্রীদের সাহায্যার্থে বনগাঁ স্টেডিয়ামে শুরু হল ৮ দলের নক-আউট ফুটবল প্রতিযোগিতা। আয়োজক জাগ্রত সঙ্ঘ। শনিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়। প্রথম ম্যচে মুখোমুখি হয় প্রতাপগড় স্পোর্টিং ক্লাব এবং সোনালি স্পোর্টিং ক্লাব। প্রতাপগড় ৪-০ গোলে জয়ী হয়। ফাইনাল হবে ২৩ সেপ্টেম্বর।
|
লোক আদালত |
লোক আদালত বসল বনগাঁ আদালতে। রবিবার দু’টি বেঞ্চে ৬ জন বিচারক ছিলেন। বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, “এ দিন মোট ৩২টি মামলার নিষ্পত্তি হয়েছে। বিশেষ করে ব্যাঙ্ক-ঋণ শোধ না করার বিষয়গুলি প্রাধান্য পায়।’’ |
|