শরীর নিংড়ে নিচ্ছে
ডেঙ্গির নয়া অবতার |
দেবদূত ঘোষঠাকুর, কলকাতা: উপসর্গে নানা জটিলতা ছিল প্রথম থেকেই। এ বার দেখা যাচ্ছে, শরীর থেকে তা যাওয়ারই নাম করছে না। উল্টে একেবারে দুর্বল করে দিচ্ছে রোগীর শরীরকে। এর ফলে রোগীর সুস্থ হয়ে উঠতে যেমন দেরি হচ্ছে, তেমনই অনেক ক্ষেত্রে ফিরে আসছে ডেঙ্গির পুরনো উপসর্গও। অর্থাৎ, রোগটা সেরেও সারছে না। এ বার অগস্টের গোড়া থেকে ডেঙ্গি সংক্রমণে কিছু অস্বাভাবিকতা লক্ষ করেছিলেন চিকিৎসক এবং পরজীবী বিশেষজ্ঞরা। |
|
মায়ের ক্যানসার, দিদিমার গর্ভে ‘ঠাঁই’ পেল সিনথিয়া |
নিজস্ব প্রতিবেদন: দেখো দেখো, একেবারে তোমার মতো দেখতে হয়েছে! চিৎকার করে উঠল এমিলি। ডেলিভারি রুম থেকে সদ্যোজাত মেয়েকে নিয়ে ছুটল স্বামী মাইকের কাছে। বাবার সঙ্গে মেয়ের পরিচয় করিয়ে দিতে হবে তো। মেয়ের দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না সিন্ডি রুথজেল। নাতনির জন্ম দিয়ে যে এত সুখ পাওনা ছিল, বোধ হয় কল্পনাও করতে পারেননি ৫৩ বছরের প্রৌঢ়া! হ্যা। নাতনিরই জন্ম দিলেন শিকাগো শহরের বাসিন্দা সিন্ডি। মেয়ে এমিলির জন্য তাঁর জন্মদিনের উপহার। |
|
|
মহাকরণেই মশার লার্ভা,
ফের দোষারোপ হাওড়াকে |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: খাস মহাকরণেই মিলল ডেঙ্গির জীবাণুবাহী এডিস মশার লার্ভা। সেই লার্ভা বিনাশ করতে শনিবার সেখানে ‘কামান’ দাগলেন পুরকর্মীরা। কলকাতা পুরসভার পাঁচ নম্বর বরোর অধীনে মহাকরণ। ওই বরোর স্বাস্থ্য আধিকারিক অমিতাভ ভট্টাচার্য জানান, এক তলায় বেশ কয়েকটি জায়গায় ডাঁই করা ছিল পুরনো আসবাব। সেখানে দিব্যি বংশবৃদ্ধি করছে এডিস মশা। সঙ্গে সঙ্গে রাসায়নিক ছিটিয়ে, ধোঁয়া দিয়ে লার্ভা ও মশা মারার কাজ শুরু হয়। |
|
আচমকা রামরিক
হাসপাতাল পরিদর্শনে মমতা |
|
|
টুকরো খবর |
|
|