মহাকরণেই মশার লার্ভা, ফের দোষারোপ হাওড়াকে
খাস মহাকরণেই মিলল ডেঙ্গির জীবাণুবাহী এডিস মশার লার্ভা। সেই লার্ভা বিনাশ করতে শনিবার সেখানে ‘কামান’ দাগলেন পুরকর্মীরা।
কলকাতা পুরসভার পাঁচ নম্বর বরোর অধীনে মহাকরণ। ওই বরোর স্বাস্থ্য আধিকারিক অমিতাভ ভট্টাচার্য জানান, এক তলায় বেশ কয়েকটি জায়গায় ডাঁই করা ছিল পুরনো আসবাব। সেখানে দিব্যি বংশবৃদ্ধি করছে এডিস মশা। সঙ্গে সঙ্গে রাসায়নিক ছিটিয়ে, ধোঁয়া দিয়ে লার্ভা ও মশা মারার কাজ শুরু হয়।
ডেঙ্গি মোকাবিলায় হাওড়া পুরসভা প্রায় কোনও কাজই করছে না বলে শনিবার ফের অভিযোগ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এ দিন মহাকরণে বলেন, “ওই পুরসভার স্বাস্থ্য বিভাগের কোনও পরিকাঠামো নেই। তাই রাজ্য সরকারের পক্ষে জেলাশাসককে বলা হয়েছে পুরসভাকে ৪০-৫০ জন লোক দিতে। এরা পুরকর্মীদের সঙ্গে একযোগে হাওড়ায় ডেঙ্গি মোকাবিলার জন্য স্প্রে করবে, প্রচার চালাবে।”
মশা মারতে কামান। শনিবার মহাকরণে। —নিজস্ব চিত্র
ডেঙ্গি প্রতিরোধের জন্য কোথাও জল বা জঞ্জাল জমতে না দেওয়ার ব্যাপারে বার বার জনগণকে সতর্ক করছেন মুখ্যমন্ত্রী। অথচ খাস মুখ্যমন্ত্রীর কার্যালয়েই এডিস মশার লার্ভা মেলায় রীতিমতো অস্বস্তিতে পূর্ত দফতর।
ডেঙ্গি নিয়ে ইতিমধ্যেই আতঙ্কে রয়েছে শহরবাসী। তার রেশ পড়েছে মহাকরণেও। সেখানে মশার উপদ্রব নিয়ে ইতিমধ্যেই একাধিক কর্মী ইউনিয়নের পক্ষ থেকে কেয়ারটেকারের কাছে অভিযোগ জানানো হয়েছে। তার পরেই পুরসভার শরণাপন্ন হয় মহাকরণের পূর্ত দফতর। পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপনকুমার মুখোপাধ্যায় জানান, দিন সাতেক আগে মহাকরণের ছাদেও এডিস মশার লার্ভা মিলেছিল। খবর পেয়ে পুরসভার স্বাস্থ্য দফতরের কর্মীরা সেখানে গিয়ে রাসায়নিক তেল ছিটিয়ে লার্ভা নির্মূল করেন। পুরসভার স্বাস্থ্য দফতর সূত্রের খবর, তখন মহাকরণের ছাদে ঢাকনা খোলা দুটি পাত্রে জমা জলে এডিসের লার্ভা মিলেছিল। এর পরে এ দিন আবার মহাকরণের এক তলায় এডিসের লার্ভার সন্ধান পান পুরকর্মীরা।
ডেঙ্গি নিয়ে এ দিনও এক দফা চাপানউতোর চলেছে। মুখ্যমন্ত্রীর সমালোচনা করে নয়াদিল্লিতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “মুখ্যমন্ত্রী অবশেষে মেনে নিচ্ছেন যে ডেঙ্গি নিয়ন্ত্রণে পুরসভা ব্যর্থ হয়েছে। অথচ এত দিন তিনি অন্য কথা বলছিলেন। বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টাও করছিলেন।” মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে বিমানবাবু বলেন, “ডাক্তারের কাজ ডাক্তার করবেন। উনি এমবিবিএস পাশ করেছেন কি না আমার জানা নেই। কিন্তু ডাক্তারের মতো প্রেসক্রিপশন দিচ্ছেন! এটা ঠিক নয়।” রাজ্যের পরিবহণ মন্ত্রী মদন মিত্রের পাল্টা তির্যক মন্তব্য, “রাজ্যকে সিপিএমের দেওয়া অন্যতম শ্রেষ্ঠ উপহার হল ডেঙ্গি। বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুরাই ডেঙ্গি আবিষ্কার করেন।”
এ দিকে ডেঙ্গি প্রতিরোধে কলকাতা পুরসভার দেওয়া তথ্যে ত্রুটি থাকায় ভেক্টর কন্ট্রোল অফিসের দু’জন কর্মীকে এ দিন ‘শো-কজ’ করেছেন পুর কমিশনার খলিল আহমেদ। যাচাই না করে ভুল তথ্যে রিপোর্ট বানানোয় ওই দুই কর্মীকে কারণ দর্শাতে বলা হয়েছে বলে পুর সূত্রের খবর।
পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, এ দিন পর্যন্ত শহরে ডেঙ্গি (আইজিএম) আক্রান্তের সংখ্যা ৩৯২ জন। এনএস-ওয়ানে (র্যাপিড পরীক্ষা-সহ) আক্রান্তের সংখ্যা সাড়ে ১৪০০। মৃত্যু হয়েছে দু’জনের। অন্য দিকে, রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর, কিট আসার পর এনএস-ওয়ান (এলাইজা) পরীক্ষা শুরু করা হয়েছে। ওই পরীক্ষার প্রথম পাওয়া রিপোর্টে গোটা রাজ্যে ৩১ জনের শরীরে ডেঙ্গির জীবাণু মিলেছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, শুক্রবার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে দমদমের অরিত্র চৌধুরী (১৯) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুরের সুস্মিতা মধুর (২০) নামে এক ছাত্রীরও।
মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার হাওড়ায় গিয়ে জেলাশাসক ও পুরসভায় বৈঠক করেন পুরমন্ত্রী। ওই সময় পুরসভার মেয়র বা ডেপুটি মেয়র কেউ না থাকায় তিনি ক্ষোভ প্রকাশও করেন। যদিও এ দিন পুরসভায় এসে মেয়র মমতা জয়সোয়াল জানান, তিনি একটি সেমিনারে যোগ দিতে অন্য রাজ্যে গিয়েছিলেন। হাওড়ার মেয়রের দাবি, “পুরমন্ত্রী হাওড়ায় এসে যা বলে গিয়েছেন, সে সব ব্যবস্থা আগেই করা হয়েছে। পুরসভার অফিসারদের নিয়ে বৈঠক করে সোমবার থেকে আরও জোর কদমে কাজ শুরু করার নির্দেশ দিয়েছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.