পাশাপাশি শব্দছক ৪৮৮২ উপর নীচে
সমুদয়, নিখিল-এর প্রতিশব্দ।
ন্যায়-অন্যায়, রেগে গেলে অনেকের
এ জ্ঞান থাকে না।

সম্ভ্রান্ত পরিবারের খাদ্যপরিবেশক
বা পরিচারক।

১০ জব্দ, হয়রান।
১১ নাচের আওয়াজ বা ভঙ্গি।
১২ রান্না, রন্ধন।
১৩ পাগলামি।
১৪ দুর্ঘটনায় এমন কিছু প্রাণ চলে
গেলে কষ্ট হওয়া স্বাভাবিক।

১৬ ‘শ্রীকান্ত’র এক দিদি, সাপুড়ে
শাহজির সহধর্মিণী।

১৮ ‘যাও ঠাকুর, চৈতন-চুটকি নিয়া/
এস দাড়ি নাড়িমিয়া’।

২০ এলোমেলো, বিসদৃশ।
২১ দাঁত খিঁচুনি।
২৩ রাগী লোকের এমন চোখ দেখলে
তো ভয় হতেই পারে।

২৫ দার্জিলিং যেতে কার্শিয়াং-এর
আগের স্টেশন।

২৭ ‘ইঁটের টোপর মাথায় পরা/শহর’।
২৯ ঘুষ, উপঢৌকন।
৩১ ষোলোবৎসর বয়স্কা।
৩২ ‘দাঁড়াও,জন্ম যদি তব/
বঙ্গে! তিষ্ঠ ক্ষণকাল’।

৩৪ বিশ্বখ্যাত চিত্রশিল্পী ‘পিকাশো’।
৩৫ মরীচিকা।
৩৬ হতভাগ্য, খারাপ কপালবিশিষ্ট।
৩৭ হাজার ঘষলেও এর কালো
রং বদলায় না।
এ দিয়ে হাত পাখা হয়।
গদিতে বা পদে আসীন।
চকচকে আভা।
‘কী জানি কোথায় সারা
দিন আজি খোয়ালে’।

নিজেকে সামলাতে পারে না এমন।
অধিকার না থাকা।
বিষ্ণুর অন্যতম প্রহরণ।
১৫ গোঁড়া লেবু।
১৬ অসংলগ্নতা।
১৭ যার হৃদয় দরিয়ার মতো।
১৯ শ্রেষ্ঠ মণি।
২০ যা সাফ করে বসতি হচ্ছে।
২২ শোকহীন।
২৪ যে গল্পের এক উন্মাদ চরিত্র
মেহের আলি।

২৬ ধানের শিষ।
২৮ কামারের কারখানা।
৩০ সপ্তসুরের সূচক।
৩১ সম্পূর্ণ, পুরোপুরি।
৩২ পদলেহনকারী।
৩৩ হাতির শুঁড়।
সমাধান ৪৮৮১
 
First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.