আইসক্রিমে অসুস্থ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে পড়ল ১২ জন ছাত্রছাত্রী। শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের তমলুকের গোবিন্দপুর হাইস্কুলের ঘটনা। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, স্কুলের সামনের এক বিক্রেতার কাছ থেকে আইসক্রিম কিনে খাওয়ার পর ছাত্রছাত্রীরা বমি করতে শুরু করে। তমলুক থেকে স্বাস্থ্য দফতরের একটি দল অসুস্থদের চিকিৎসা করে। |
নার্সিংহোমে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
ভুল অস্ত্রোপচারের অভিযোগ ঘিরে নার্সিংহোমে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। শনিবার রাতে তুফানগঞ্জের একটি নার্সিংহোমের ঘটনা। পুলিশ জানায়, এ দিন একই চিকিৎসকের কাছে অস্ত্রোপচারের জন্য দুই রোগী ওই নার্সিংহোমে ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে গৌর সাহার অন্ডকোষের শিরা ফুলে যাওয়ার এবং বাপি সাহার অ্যাপেনডিক্সের অপারেশন হওয়ার কথা ছিল। অভিযোগ, চিকিৎসক গৌরবাবুর অ্যাপেনডিক্স এবং বাপিবাবুর অন্ডকোষের শিরা ফুলে যাওয়ার অপারেশন করেন। |
ক্যান্সার অজ্ঞতা
সংবাদসংস্থা • লন্ডন |
ব্রিটেনের ৫০ শতাংশ শিশুর ক্যান্সার নিয়ে স্পষ্ট জ্ঞান নেই। এক সমীক্ষায় এ কথা জানা গিয়েছে। রোদে পুড়লে যে ক্যান্সার হতে পারে তা জানে না অনেকেই। |
শনিবার সকালে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের রান্নাঘরে আগুন ধরে যায়। হাসপাতাল সূত্রের খবর, রান্নার সময় সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে কিছু জিনিসপত্রে আগুন ধরে যায়। দমকল আসার আগে হাসপাতাল কর্মীরাই অগ্নি নির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। |