পুরুলিয়া-বাঁকুড়া |
বাঁধ ভেঙে জলশূন্য চেকড্যাম, বন্ধ চাষ |
|
দেবব্রত দাস, রাইপুর: সংস্কারের দেড় বছরের মধ্যেই ভেঙে পড়েছে বাঁধের একাংশ। তার উপর গত বর্ষায় সেই ভাঙন আরও বেড়েছে। ফলে বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে জল বেরিয়ে গিয়ে জল-শূন্য হয়ে পড়েছে চেকড্যাম। রাইপুর ব্লকের ফুলকুসমা পঞ্চায়েত এলাকার এই মিনি চেকড্যামে জল না থাকায় চরম সমস্যায় পড়েছেন এলাকার চাষিরা। তাঁদের অভিযোগ, সেচের জলের অভাবে প্রায় ২০০ একর জমিতে রবি ও খরিফ চাষ বন্ধ হয়ে গিয়েছে। |
|
কাটল জট, শুরু হচ্ছে জলের কাজ |
নিজস্ব সংবাদদাতা, রঘুনাথুপুর: একমাস ধরে বন্ধ থাকার পরে আজ বুধবার থেকে ফের ডিভিসি-র ওয়াটার করিডরের কাজ শুরু হতে চলেছে। অন্তত মঙ্গলবার আন্দোলনকারীদের প্রতিনিধি, প্রশাসনের অধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকের পরে এমনটাই জানিয়েছে ডিভিসি। ডিভিসির মুখ্য বাস্তুকার দেবাশিস মিত্র বলেন, “বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। উপস্থিত সকলেই কাজ শুরুর ব্যাপারে আশ্বাস দেওয়ার বুধবার থেকেই আমরা ওয়াটার করিডরের বন্ধ থাকা কাজ ফের শুরু করতে চাইছি।” |
|
|
টুকরো খবর |
|
|
আত্মরক্ষার জন্য সর্বশিক্ষা মিষনের উদ্যোগে ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে
জেলার ৪১টি স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের এক বছর ধরে
ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়। মঙ্গলবার নলহাটি স্কুল ফর গার্লসে পুরস্কার
বিতরণীর ছবি তুলেছেন অনির্বাণ সেন। |
|
বীরভূম |
যানজট এড়াতে
রেলসেতু সম্প্রসারণের
দাবি সাঁইথিয়ায় |
নিজস্ব সংবাদদাতা, সাইথিয়া: জেলার প্রাচীন শহরগুলির অন্যতম সাইথিয়া। যোগাযোগের জন্য এই শহরে প্রতিদিন হাজার হাজার লোকের যাতায়াত। এ ছাড়া, সতীপীঠ নন্দেকেশ্বরী থাকায় প্রচুর ভক্তের সমাগম হয় এই শহরে। এর জন্য এই শহর তো বটেই বাইরে থেকে আশা লোকজনের ভোগান্তির শেষ নেই। আর রাস্তার প্রধান সমস্যার কারণ, প্রাচীন রেল সেতু। এই শহরের রাস্তা বলতে পূর্ব থেকে থেকে পশ্চিমে চলে যাওয়া লাভপুর রাস্তাটি। |
|
শান্তিনিকেতনের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক। কলকাতার ভিড়েঠাসা জীবন ফেলে বারবার ছুটে আসেন লালমাটির এই দেশে। গত তিন দশক ধরে এখানে তাঁর যাতায়াত। একটি আর্ট গ্যালারিও তৈরি করে ফেলেছেন। ১০ বছর আগে খোয়াই বাঁচাতে সাহিত্যিক মহাশ্বেতা ভট্টাচার্যের সঙ্গে পথে নেমেছিলেন তিনিও। সেই বিশিষ্ট চিত্রকর যোগেন চৌধুরীই এ বার সদ্য রাজ্যসভার ভোটে সাংসদ নির্বাচিত হয়েছেন। জেতার পরেই শান্তিনিকেতন এবং শিল্পকর্মের সঙ্গে যুক্তদের নিয়ে তাঁর নানা পরিকল্পনার কথা জানালেন আনন্দবাজাকে। |
খোয়াই একটা
সেন্টিমেন্ট: যোগেন |
|
দম্পতির দেহ উদ্ধার |
|
টুকরো খবর |
|
|
সতর্কতা থাকলেও মানছে কে! বলরামপুর রেলগেটে এ ভাবেই লোকজন পারাপার করেন।
রেলকর্মীরা জানিয়েছেন, সাবধান করেও লাভ হয়নি। প্রদীপ মাহাতোর তোলা ছবি। |
|
|