পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। পুলিশ জানায় মৃতের নাম পিয়ারজান শেখ (৫৯)। বাড়ি নলহাটি থানার বুজুং গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে লোহাপুর থেকে মাছ নিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, নলহাটি থানার কাঁটাগড়িয়া মোড় সংলগ্ন পাওয়ার হাউসের কাছে একটি ট্রাক ওই প্রৌঢ়কে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে বর্ধমান মেডিক্যালের নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
|
রামপুরহাটের আয়াশ হাইস্কুল। স্কুলের শতবর্ষ। ১২-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠান চলবে। প্রথম দিন শতবর্ষের স্মারক পত্রিকা ‘নবাঙ্কু’র প্রকাশ, ১৯১৪-২০১৪ সাল পর্যন্ত প্রাক্তন শিক্ষকদের স্মারক পুরস্কার প্রদান, আর্ট ও বিজ্ঞান প্রদর্শনী। পরের দিন আলোচনাসভা। বিষয় নারী শিক্ষা ও বাল্য বিবাহ রোধ। আলোচক সর্বশিক্ষা মিশনের জেলা আধিকারিক (অতিরিক্ত) সফিকুর রহমান। শেষ দিন শস্য সুরক্ষা বিষয়ে আলোচনা। আলোচক মতিউর রহমান খান (অ্যাসোশিয়েট অধ্যাপক, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়)। |