|
|
|
|
পাঁচ মিনিটের বরফ টাইগার হিলে, আরও চেয়ে অপেক্ষা |
|
রেজা প্রধান, দার্জিলিং: চলতি বছরের প্রথম তুষারপাত হল দার্জিলিঙের টাইগার হিলে। বরফ পড়ল সান্দাকফুতেও। কিন্তু, এত কম সময়ের জন্য তুষারপাত হল যে তা উপভোগ করতে যাওয়ার সময়ই পেলেন না কেউ। কারণ, মাত্র ৫ মিনিটের মধ্যেই ঝিরিঝিরি বরফ পড়া বন্ধ হয়ে যায়। ফলে, শনিবার সকালে বরফ পড়ার এই খবর পেয়ে তা দেখার জন্য দার্জিলিং সদর কিংবা সমতল শিলিগুড়ি থেকে যাঁরা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন, কেউই শেষ পর্যন্ত যাননি। |
|
বাম সমাবেশে ঘুরে দাঁড়ানোর ডাক মানিকের |
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: কনকনে ঠান্ডা, ঝিরঝিরে বৃষ্টি, তবু কোচবিহারের রাসমেলা ময়দান ছাপিয়ে গেল ভিড়ে। বামফ্রন্টের নেতাদের দাবি, হাজার তিরিশেক মানুষ এসেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও সিপিএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকার, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য উদয়ন গুহ প্রমুখ নেতাদের সভায়। অসুস্থতার কারণে যেতে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পুলিশের হিসেবে অবশ্য লোকের সংখ্যা হাজার পনেরো ছাড়ায়নি। |
|
|
|
জিতলে ইনাম কর্মীদের,
ঘোষণা বরুণ গাঁধীর |
|
পাশের তালিকায় পম্পা,
বিশ্ববিদ্যালয় বলল প্রযুক্তির ত্রুটি |
৩ বছরেও শিল্প হয়নি,
অভিযোগ কংগ্রেসের |
|
টুকরো খবর |
|
|
|
|
|
|
|