লোকসভা ভোটে জিতে কেন্দ্রে ক্ষমতায় এলে দলের নেতা-কর্মীদের ‘ইনাম’ দেওয়ার কথা ঘোষণা করলেন বরুণ গাঁধী। শনিবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কে জনসভায় এ কথা জানান তিনি। বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক বলেন, “আমরা সরকার গড়লে রাহুলজিকে (রাহুল সিংহকে) তালিকা তৈরি করতে বলব। দলের যত পুরনো কর্মী আছেন, তাঁদের ৫ হাজার বা ১০ হাজার টাকা যাই-ই হোক, সবার জন্য ব্যবস্থা করতে হবে। তাঁদের নিরাপত্তা, চাকরি, কারও বাড়িতে মেয়ের বিয়ের জন্য টাকা লাগলে আমরা দেব।” |
লোকসভা ভোটে জিতে কেন্দ্রে ক্ষমতায় এলে দলের নেতা-কর্মীদের ‘ইনাম’ দেওয়ার কথা
ঘোষণা
করলেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক বরুণ গাঁধী। শনিবার শিলিগুড়ির বাঘাযতীন
পার্কের
জনসভায় তাঁর ঘোষণা, “দলের যত পুরনো কর্মী আছেন, তাঁদের ইনাম বাবদ ৫
অথবা ১০ হাজার
টাকা যাই-ই হোক, ব্যবস্থা করতে হবে। তাঁদের নিরাপত্তা, চাকরি,
প্রয়োজনে
মেয়ের বিয়ের টাকাও আমরা দেব।” ছবি তুলেছেন বিশ্বরূপ বসাক। |
এই ঘোষণার সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস-তৃণমূল, সিপিএম-ও। বিষয়টি অসাংবিধানিক বলেও অভিযোগ করেছে তারা। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের প্রতিক্রিয়া, “যা বলছেন তাতে স্পষ্ট যে, রাজনীতি সম্পর্কে ওঁর কোনও অভিজ্ঞতা নেই। উনি বক্তব্য রাখতে গিয়ে যা বলেছেন তা সংবিধান বহির্ভূত।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের মন্তব্য, “সমাজসেবার দৃষ্টি নিয়ে আমরা রাজনীতি করি। ক্ষমতায় এলে কিছু পাইয়ে দেওয়ার টোপ দেওয়াটা সংবিধান বিরোধী।” কংগ্রেসের নেত্রী তথা শিলিগুড়ি পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্তের প্রতিক্রিয়া, “ক্ষমতায় এলে আমজনতার কথা ভাবাটাই ঠিক। দলের নেতা-কর্মীদের স্বার্থ দেখা হবে বলাটা ঠিক নয়।”
বরুণের দাবি, কেন্দ্রে তাঁরা ক্ষমতায় এলে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজ দেবেন। বাসিন্দারা ছোট শিল্প স্থাপনে যাতে উদ্যোগী হন সেজন্য ২-৩ লক্ষ টাকার ব্যবস্থা করে দেবেন। বেকারদের কাজের জন্য বিনা সুদে ৫ লক্ষ টাকা করে দেবেন বলেও জানান তিনি। পরে রাহুল সিংহ দাবি করেন, মঞ্চে বরুণ গাঁধীর বক্তব্য শোনার পরে তিনি এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করেছিলেন। সে সময় বরুণ গাঁধী তাকে জানিয়েছেন, তিনি কেবল দলের লোকদের সুবিধা দেওয়ার কথা বলেননি। সার্বিক ভাবে সকলের জন্য কিছু করার কথা বলতে চেয়েছেন। |