তৃণমূল ক্ষমতাসীন হওয়ার পরে তিন বছর হতে চললেও রাজ্যে শিল্পায়ন হয়নি, এই অভিযোগ সামনে রেখে কার্যত লোকসভা ভোটের প্রচার শুরু করে দিল কংগ্রেস। শনিবার দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য ওই শিল্পায়নের প্রসঙ্গেই রাজ্যের সরকারের কড়া সমালোচনা করেন। প্রদেশ কংগ্রেস সভাপতির তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী শিল্পপতিদের ডাকেন। খাওয়াদাওয়া হয়। কলকাতা, দিল্লি, মুম্বইতে সভা হয়। কিন্তু শিল্প হয় না।” প্রদীপবাবুর মতে, স্পষ্ট জমি নীতি না-থাকার জন্যই বড় শিল্পদ্যোগীরা রাজ্যের বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না। এখই প্রসঙ্গে সম্প্রতি শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দায়িত্ব কেড়ে নেওয়ার ব্যাপারেও কটাক্ষ করেছেন প্রদীপবাবু। তাঁর মন্তব্য, “শিল্পমন্ত্রীর ব্যর্থতা নয়, সরকারের শিল্পনীতি না থাকায় এখানে শিল্প হয়নি।”
এর পরে প্রদীপবাবুর প্রশ্ন, যে জমি সরকারের হাতে আছে তা ক্লাস্টার করে শিল্পপতিদের দিতে পারেন না? উত্তরবঙ্গেও কোনও শিল্প নেই বলে প্রদেশ সভাপতির অভিযোগ করেন। তিনি বলেন, “৩ বছরে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে কুশমন্ডির মত পিছিয়ে পড়া ব্লকের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে?” এক মাস আগে কুশমন্ডিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করে, জেলায় শিক্ষা স্বাস্থ্য থেকে কর্মসংস্থান সৃষ্টির মত উন্নয়নের আশ্বাস দিয়ে গিয়েছেন। প্রদীপবাবুর প্রশ্ন, “কুশমন্ডিতে উন্নয়ন কোথায় হয়েছে?”
এ দিন প্রদীপবাবু জানিয়ে দেন, বালুরঘাট লোকসভা আসনে প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী করতে চাইছেন তাঁরা। তিনি বলেন, “লোকসভায় বালুরঘাট আসনে ওমপ্রকাশকে আনতে চাই। তবে এআইসিসি প্রার্থী ঘোষণা করবে। দিনাজপুরের রায়গঞ্জে এইমস তৈরির দাবিতে কংগ্রেস লাগাতার আন্দোলন করবে বলেও জানান তিনি। |