টুকরো খবর
চালু হল সিনে কমপ্লেক্স
জলপাইগুড়িতে চালু হল ‘সিনে কমপ্লেক্স’। শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বেসরকারি বিনোদন সংস্থার সঙ্গে এসজেডিএ-র যৌথ উদ্যোগে সরোজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলাকেন্দ্রে ওই কমপ্লেক্সের উদ্বোধন হয়। ২৪ জানুয়ারি থেকে এখানে অত্যাধুনিক পরিকাঠামো ও পরিষেবায় সিনেমা দেখার সুযোগ পাবেন শহরের বাসিন্দারা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের উদ্বোধনের কথা থাকলেও অসুস্থতার কারণে যেতে পারেননি। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, এসজেডিএ সদস্য তথা জেলা তৃণমূল সভাপতি চন্দন ভৌমিক, জেলা প্রশাসনের একাধিক কর্তা এবং এসজেডিএ কর্মকর্তারা মঞ্চে প্রদীপ জ্বালিয়ে কমপ্লেক্সের যাত্রা শুরু করেন। এসজেডিএ-র অতিরিক্ত এগজিকিউটিভ অফিসার ডি ও ভুটিয়া বলেন, “প্রিয়া এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড নামে বিনোদন সংস্থার সঙ্গে ১০ বছরের চুক্তি হয়েছে।” ওই সংস্থার কর্ণধার অরিজিৎ দত্ত জানান, স্থানীয় সাংস্কৃতিক গোষ্ঠীগুলিকে অনুষ্ঠান পরিবেশনে অগ্রাধিকার দেওয়া হবে।

ট্রেনে নজরদারি, তল্লাশি
ট্রেনে ২ জঙ্গি উত্তরবঙ্গে ঢোকার চেষ্টা করছে, এই মর্মে সতর্ক বার্তা পেয়ে নামনি অসম ও লাগোয়া উত্তরবঙ্গের একাধিক স্টেশনে ডাউন বিজি প্যাসেঞ্জার থামিয়ে চিরুণি তল্লাশি হল। শনিবার সকালে ঘটনাটি ঘটে। তবে কয়েক দফায় তল্লাশি চালালেও কোনও জঙ্গির হদিস মেলেনি। সন্দেহের বশে দুই যুবককে আটক করলেও পরে তাঁদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে পুলিশ ছেড়ে দিয়েছে। পুলিশ সূত্রের দাবি, কেএলও তাদের ১২ জানুয়ারির বন্ধ পিছিয়ে ১৭ জানুয়ারি করলেও নজরদারি আরও বাড়ানো হয়েছে। সে জন্য অসম পুলিশও বাড়তি তল্লাশি চালাচ্ছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “কোনও ঝুঁকি না নিয়ে ট্রেন তামিয়ে কয়েক দফায় তল্লাশি হয়েছে। তবে তল্লাশিতে কিছু মেলেনি। কাউকে গ্রেফতারও করা হয়নি।” কেএলও-এর বন্ধের বিরোধিতায় এদিন জলপাইগুড়ি জেলার নানা ব্লকে মিছিল করে তৃণমূল।

শিক্ষক সাসপেন্ড
স্কুলের শিক্ষক, প্রধানশিক্ষক ও পরিচালন কমিটির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও অশালীন আচরণের অভিযোগে মালদহের অক্রুরমণি করোনেশন ইনন্সিটিউশনের পরিচালন কমিটি দুই শিক্ষককে সাসপেন্ড করেছে। শনিবার কর্তৃপক্ষ চিঠি দিয়ে দুজনকে তা জানায়। স্কুল পরিচালন কমিটির সম্পাদক সুবীরকুমার ভৌমিক বলেন, “অশালীন আচরণ ও দুর্ব্যবহারের জন্য দুই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।” স্কুল সূত্রে জানা গিয়েছে, সাসপেন্ড হওয়া শিক্ষকের নাম মধুমিতা বসু ও অজয়কৃষ্ণ রায়। দু’জনেই দাবি করেছেন সবই ভিত্তিহীন অভিযোগ। মধুমিতাদেবীর অভিযোগ, “স্কুলের প্রধানশিক্ষক ও কিছু শিক্ষক অত্যাচার করছেন। আমি প্রতিবাদ করায় আমাকে সাসপেন্ড করেছে স্কুল পরিচালন কমিটি। তিনি থানায় একাধিকবার অভিযোগ জানিয়েছেন। মুখোপাধ্যায় বলেন, “ওই শিক্ষিকার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”

গণধর্ষণ-খুনে গ্রেফতার
সুজাপুরে গণধর্ষণ করে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে স্থানীয় পশ্চিম গিয়াসুদ্দিন পাড়া থেকে আতিবুর মোমিন নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ধৃত যুবক মহিলাকে ধর্ষণ করে খুনের কথা কবুল করেছে। শনিবার ধৃতকে আদালতে তোলা হলে ৭ দিন পুলিশ হেফাজতের নির্দেশ হয়। গত ৪ জানুয়ারি ওই মহিলার থ্যাঁতলানো দেহ উদ্ধার হয়। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ গণধর্ষণ ও খুনের মামলা রজু করে।

পুরনো খবর:

রায়গঞ্জে ক্যুইজ
উত্তর দিনাজপুর জেলা ক্যুইজ অ্যাসোসিয়েশন ও রায়গঞ্জ কালচারাল ফোরামের যৌথ উদ্যোগে আজ, রবিবার থেকে রায়গঞ্জের বিধান মঞ্চে বসছে উত্তর পূর্ব ভারতীয় জাতীয় কলেজ ক্যুইজ প্রতিযোগিতা। মঙ্গলবার পর্যন্ত ওই প্রতিযোগিতা চলবে। ‘মাইন্ড কোয়েস্ট’-২০১৪ নামে ওই ক্যুইজ প্রতিযোগিতায় উত্তরবঙ্গের ছয় জেলা সহ দেশের ৭২টি কলেজ দল যোগ দেবে।

মনোনয়ন পেশ
শিলিগুড়ি কলেজে প্রথম দিনেই সমস্ত আসনের মনোনয়ন জমা দিল তৃণমূল ছাত্র পরিষদ। ছাত্র পরিষদের পক্ষ থেকেও এদিন ২৫ টি আসনে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। বাকি মনোনয়ন পত্র সোমবার জমা দেবেন তাঁরা বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এসএফআই এ দিন মনোনয়নপত্র তুলতে আসেনি। এ দিনও কলেজের একশো মিটার এলাকায় ১৪৪ ধারা জারি ছিল।

বদলিতে ক্ষোভ
পাহাড়ের স্টেট ব্যাঙ্কের বিভিন্ন শাখা থেকে পাহাড়ের মানুষকে সমতলে বদলি করায় ক্ষোভ প্রকাশ করেছেন কালিম্পঙের বিধায়ক হরকাবাহাদুর ছেত্রী। শনিবার নবান্নে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়ে তাঁর হস্তক্ষেপের দাবি জানান হরকা।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.