|
|
বর্ধমান |
অবসরের পরেও ছাত্রীদের আবদারেই রোজ স্কুলে |
|
সৌমেন দত্ত, কেতুগ্রাম: ভর দুপুরে বইখাতা বগলে সটান দিদিমনির বাড়ি গিয়ে হাজির হয়েছিল নবম-দশম শ্রেণির একদল ছাত্রী। তাদের আবদার, ‘‘আপনাকে স্কুলে এসে আবার পড়াতে হবে। নাহলে আমরা এখান থেকে কোথাও যাব না।” ছাত্রীদের নাছোড়বান্দা আবদারে সদ্য অবসরপ্রাপ্ত দিদিমনি পড়লেন মহা ফ্যাসাদে। শেষমেশ অবশ্য কোনও পারিশ্রমিক ছাড়াই অবসরের পরেও ‘অবসরহীন’ জীবনটাই বেছে নিলেন কেতুগ্রামের শ্রীগোপালপুর ললিতাসুন্দরী গার্লস হাইস্কুলের শিক্ষিকা প্রতিমা ভদ্র। |
|
নিজস্ব সংবাদদাতা, কালনা: নাসিক মডেলে চাষিদের ঘরেই এ বার পেঁয়াজ সংরক্ষণের উদ্যোগ করল জেলা উদ্যান পালন দফতর। চলতি বছরের ১৫ মার্চের মধ্যে ওই সংরক্ষণশালা তৈরির জন্য ‘আমার ফসল আমার গোলা’ প্রকল্পে বহু চাষিকে খরচের অর্ধেক ভর্তুকি দেওয়া হবে বলেও ওই দফতর সূত্রে জানা গিয়েছে।
বর্ধমানে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে সুখসাগর জাতীয় শীতকালীন পেঁয়াজের চাষ হয়। |
ঘরেই পেঁয়াজ
সংরক্ষণের
উদ্যোগ জেলায় |
|
আসানসোল-দুর্গাপুর |
ভস্মীভূত ভোজ্য তেলের কারখানা, সুরক্ষা নিয়ে প্রশ্ন |
সুশান্ত বণিক, আসানসোল: আগুন লেগে প্রচুর সম্পত্তি নষ্ট হল ঝাড়খণ্ডের মিহিজামে একটি
ভোজ্য তেলের কারখানায়। শুক্রবার সকালে এই আগুন লাগে। ঘণ্টা ছয়েকের চেষ্টায় দমকলের
তিনটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। তবে হতাহতের কোনও খবর নেই বলে পুলিশ সূত্রে
জানা গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, কারখানার হিটিং পাইপ ফেটে এই বিপত্তি। |
|
বাড়িতে অশান্তি, মদের দোকানে তালা মহিলাদের |
|
নিজস্ব সংবাদদাতা, অন্ডাল: পুরুষেরা মদ খেয়ে অত্যাচার চালাচ্ছে বাড়ির মহিলাদের উপরে। মদ খাওয়ার জন্য ঘটিবাটি পর্যন্ত বিক্রি করে দেওয়ায় কোনও কোনও পরিবারের সর্বস্বান্ত হওয়ার দশা। এই পরিস্থিতি থেকে বাঁচতে শুক্রবার দুপুরে জোট বেঁধে পাড়ার ১২টি অবৈধ মদের দোকানে তালা লাগিয়ে দিলেন অন্ডালের কাজোড়া মেটালপাড়ার মহিলারা। ফের দোকান খুললে ভাঙচুর চালানো হবে, মদ বিক্রেতাদের এই হুঁশিয়ারি দিয়ে বাড়ি ফিরে গেলেন তাঁরা। |
|
উপরে অপেক্ষায় পুলিশ,
চোর সেঁধোল খনি-সুড়ঙ্গে |
|
টুকরো খবর |
|
কোথায় কী |
|
চিত্র সংবাদ |
|
|