|
|
|
|
বাড়িতে অশান্তি, মদের দোকানে তালা মহিলাদের
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
পুরুষেরা মদ খেয়ে অত্যাচার চালাচ্ছে বাড়ির মহিলাদের উপরে। মদ খাওয়ার জন্য ঘটিবাটি পর্যন্ত বিক্রি করে দেওয়ায় কোনও কোনও পরিবারের সর্বস্বান্ত হওয়ার দশা। এই পরিস্থিতি থেকে বাঁচতে শুক্রবার দুপুরে জোট বেঁধে পাড়ার ১২টি অবৈধ মদের দোকানে তালা লাগিয়ে দিলেন অন্ডালের কাজোড়া মেটালপাড়ার মহিলারা। ফের দোকান খুললে ভাঙচুর চালানো হবে, মদ বিক্রেতাদের এই হুঁশিয়ারি দিয়ে বাড়ি ফিরে গেলেন তাঁরা। |
|
কাজোড়ায় তোলা নিজস্ব চিত্র। |
মেটালপাড়ায় শুক্রবার দুপুরে বিক্ষোভে সামিল হন বহু মহিলা। তাঁদেরই মধ্যে এক জন অশোকা বাউরি জানান, তাঁদের পাড়া আয়তনে ছোট হলেও ১২টি অবৈধ মদের দোকান চলছে রমরমিয়ে। আর বাড়ির পুরুষেরা এই সব দোকান থেকে মদ খেয়ে ফিরে বাড়িতে অশান্তি পাকাচ্ছে। পাড়ার প্রায় প্রতিটি বাড়িতেই সমস্যা তৈরি হচ্ছে। অনেক বাড়ির মেয়েরা পরিচারিকার কাজ করেন। কাজ সেরে বাড়ি ফিরে মত্ত স্বামী বা ছেলের হাতে তাঁদের প্রহৃত হওয়া রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
ওই মহিলাদের আরও অভিযোগ, পাড়ার রাস্তা দিয়ে মেয়েরা হাঁটা-চলা করতেও ভয় পাচ্ছেন। মত্ত অবস্থায় অনেকে তাঁদের সঙ্গে মাঝে-মধ্যে অভব্য আচরণ করছে। সে নিয়ে কখনও-সখনও ঝামেলাও বাধছে বলে তাঁদের দাবি। বিক্ষোভে সামিল যমুনা বাগদি অভিযোগ করেন, তাঁর এক স্বজন নেশা করার জন্য বাড়িতে রাখা চাল পর্যন্ত বিক্রি করে দিয়েছে। সোনালি বাউরি, মল্লিকা বাউরিরা জানান, মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্বামীদের অত্যাচারের জেরে তাঁরা আতঙ্কিত। সে জন্যই শেষ পর্যন্ত মদের দোকানগুলিতে তালা লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করেন বলে জানান তাঁরা।
ওই মহিলারা জানান, একজোট হয়ে প্রতিবাদে সামিল হওয়ার জন্য বেশ কিছু দিন ধরেই ঘরে ঘরে গিয়ে মেয়েদের বোঝানোর কাজ চলছিল। অশোকাদেবীদের দাবি জানান, পুলিশ সব জেনেও নির্বিকার। এ দিন তাঁরা তালা বন্ধ করে প্রতিবাদ জানালেন।
এলাকার পঞ্চায়েত সদস্য ফরওয়ার্ড ব্লকের জুগনু বাউরি জানান, তাঁরা অনেক বার অবৈধ মদ বিক্রেতাদের দোকান বন্ধ করার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন, “তাঁদের জন্য বিকল্প রোজগারের ব্যবস্থা করে দিলে আর এই ব্যবসা করবেন না বলে দাবি করেছেন ওই বিক্রেতারা। আমরা এর কোনও সুরাহা করতে পারিনি। এখন বাড়ির মেয়েরা যে ভাবে পথে নেমে বিক্ষোভে সামিল হলেন, তাতে আমরা খুশি। এই আন্দোলনে আমরা তাদের পাশে আছি।”
অন্ডাল থানার তরফে অবশ্য নিষ্ক্রিয়তার কথা মানা হয়নি। অভিযোগ পেলেই অভিযান চালানো হয় বলে পুলিশ জানায়। |
|
|
|
|
|