|
|
|
|
উপরে অপেক্ষায় পুলিশ, চোর সেঁধোল খনি-সুড়ঙ্গে
নীলোৎপল রায়চৌধুরী • রানিগঞ্জ |
ওঁত পেতে দাঁড়িয়ে পুলিশ। খনিমুখ থেকে এক বার মাথা তুললেই পাকড়াও করা হবে সটান।
শীতের দুপুরে সময় বয়ে যায়। পুলিশ নিশ্চিন্তে অপেক্ষায়, পালাবে আর কোথায়! যখন হোক, বেরিয়ে তো আসতেই হবে। মাঝে-মধ্যে তাড়াতাড়ি বেরিয়ে আসার জন্য হাঁকডাক। উল্টো দিক থেকে অবশ্য কোনও সাড়াশব্দ নেই।
দেখতে দেখতে কেটে যায় তিন ঘণ্টা। কুয়ো খাদান তখনও নীরব। অবশেষে উঁকিঝুকি মারে পুলিশ। চোরেদের টিকির দেখা নেই। থাকবে কী করে, তিন মূর্তি যে তখন ভিতরের সুড়ঙ্গে সেঁধিয়েছে। পুলিশ থানার পথ ধরতে না ধরতেই সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে পগারপার তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানিগঞ্জের মহাবীর কোলিয়ারি এলাকায় চারটি কুয়ো খাদ তৈরি করে চোরেরা কয়লা কাটছে বলে খবর এসেছিল। শুক্রবার সকাল ১১টা নাগাদ রানিগঞ্জ থানা থেকে বড় বাহিনী যায় ওই কয়লা চোরেদের পাকড়াও করতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময়ে খনিগর্ভে কয়লা কাটতে ঢুকেছিল তিন জন। কয়েক জন দাঁড়িয়েছিল উপরে কয়লা উপরে তোলার জিনিসপত্র নিয়ে। পুলিশ জানায়, আচমকা হানা দেওয়ায় হকচকিয়ে যায় চোরেরা। যারা বাইরে দাঁড়িয়ে ছিল, পালানোরও চেষ্টা করে তারা। কিন্তু পুলিশ ধরে ফেলে তিন জনকে।
এর পরেই খনিতে থাকা তিন জনের জন্য অপেক্ষা শুরু হয়। রানিগঞ্জ থানার ওসি অর্ণব গুহর সঙ্গে তখন সেখানে ছিলেন মহাবীর কোলিয়ারির ম্যানেজার এ কে কর্মকার। তিনি বারবার তিন জনকে উপরে উঠে আসতে বললেও সাড়া মেলেনি। এরই মধ্যে অবশ্য কিছু লোকজন ধৃত তিন জনকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। শেষমেশ তিন জনকে নিয়েই দুপুর ২টো নাগাদ ফিরে যায় পুলিশ।
ওসি অর্ণব গুহ জানান, তাঁরা জানতে পেরেছেন, ওই অবৈধ খনির ভিতরে দেওয়াল কেটে বেশ কিছু সুড়ঙ্গ তৈরি করে চোরেরা কয়লা কাটছিল। পুলিশ খনি এলাকা ছাড়তেই ভিতরে ঢুকে থাকা দুষ্কৃতীরা সে রকম একটি সুড়ঙ্গপথ ধরে বেরিয়ে গিয়েছে। পুলিশের আশ্বাস, এলাকায় তল্লাশি চলছে। খুব শীঘ্রই ধরা পড়ে যাবে ওই দুষ্কৃতীরা।
স্থানীয় বাসিন্দাদের অবশ্য দাবি, এলাকায় অবৈধ খাদানের রমরমায় মদত দেয় পুলিশেরই একাংশ। মাঝে মাঝে এলাকাবাসীর চোখে ধুলো দিতেই এমন অভিযান চালানো হয়। তার পরে ফের একই অবস্থা। চালু হয়ে যায় কারবার। পুলিশ যদিও বাসিন্দাদের এ সব দাবি মানতে চায়নি। ওসি জানান, কোথাও কয়লা চুরি হচ্ছে খবর পেলেই অভিযান চালিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। |
|
|
|
|
|