ক্রীড়া প্রতিযোগিতার জন্য
জঙ্গিপুরে বন্ধ ১২৫ স্কুল |
নিজস্ব সংবাদদাতা, রঘুনাথগঞ্জ: ক্রীড়া প্রতিযোগিতার ময়দানে উপস্থিত শ’দুয়েক প্রতিযোগী। দর্শকদের মধ্যে স্কুলছাত্রদের সংখ্যা হাতে-গোণা। বুধবার তার জন্য ছুটি দিয়ে দেওয়া হল ১২৫টি স্কুলে। জঙ্গিপুর মহকুমা পর্যায়ের প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের ক্ষুব্ধ অভিভাবকদের বক্তব্য, ক্রীড়া প্রতিযোগিতা আগেও অনেক বার হয়েছে। তার জন্য স্কুল বন্ধ হয়নি কখনও। এ বারই বা হবে কেন? |
|
সময়ের সঙ্গে বদলেছে শহর, তাল মেলাতে মরিয়া পুরসভা |
অনল আবেদিন, বহরমপুর: পুরসভার বয়স ১৩৭ বছর হলেও বহরমপুরের বয়স কিন্তু তার কয়েক গুণ বেশি। বহরমপুর পুরসভা এলাকায় রয়েছে কালিকাপুর, সৈয়দাবাদ, কাশিমবাজর, খাগড়া, গোরাবাজার। রেশম, মসলিন, কাঁসা ও অন্য ব্যবসার টানে কালিকাপুরে ১৬৩২ খ্রিস্টাব্দে কুঠি স্থাপন করে ওলন্দাজরা, ১৬৫৮ সালে কাশিমবাজারে কুঠি স্থাপন করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ১৬৬৫ খ্রিস্টাব্দে সৈয়দাবাদে গড়ে ওঠে আর্মেনিয়দের কুঠি এবং ১৬৮৮ খ্রিস্টাব্দে সৈয়দাবাদ লাগোয়া ফরাসডাঙায় গড়ে ওঠে ফরাসিদের কুঠি। |
|
|
|
শীত পড়তেই গরম পোশাকের পসরা নিয়ে হাজির ভুটানিরা। বহরমপুরে গৌতম প্রামাণিকের তোলা ছবি। |
|
|
শীত পড়লেও
থমকে ক্রিকেট,
জমেছে ফুটবল |
|
দেড় বছর পরও মেলেনি টাকা, ক্ষোভ গণনা কর্মীদের |
|
টুকরো খবর |
|
|
ঝুঁকির যাত্রা। এ ভাবেই দল বেঁধে স্কুল থেকে বাড়ি ফেরা। রঘুনাথগঞ্জে অর্কপ্রভ চট্টোপাধ্যায়ের তোলা ছবি। |
|
|