শীত পড়লেও থমকে ক্রিকেট, জমেছে ফুটবল
তেহট্ট ও ডোমকল মহকুমায় সম্প্রতি শেষ হয়ে গেল বিভিন্ন আঞ্চলিক ক্রীড়া সংস্থা পরিচালিত ফুটবল লিগ। কিন্তু তারপরেও দাপিয়ে চলছে নক আউট ফুটবল টুর্নামেন্ট। ক্রীড়া সংস্থা সূত্রে জানানো হয়েছে, তেহট্টে মোট ১৫ পয়েণ্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে কড়ুইগাছি ঐকতান। রানার্স হয়েছে ফতাইপুর পশ্চিমপাড়া যুব সংঙ্ঘ।
পলাশিপাড়া লিগে চ্যাম্পিয়ন হয়েছে কুলগাছি শরৎ নজরুল স্মৃতি সঙ্ঘ। রানার্স হয়েছে বার্নিয়া পশ্চিমপাড়া নবীন সংঙ্ঘ। জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিজয় নগর সূর্য সেন ক্লাব। রানার্স হয়েছে পলাশিপাড়া বিজয় সংঙ্ঘ।
অন্য দিকে করিমপুরে সিনিয়র প্রথম ডিভিসনে চ্যাম্পিয়ন হয়েছে করিমপুর জামতলা নবারুণ সংঙ্ঘ। সিনিয়র দ্বিতীয় ডিভিশন এবং সিনিয়র তৃতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে যমশেরপুর ক্রিকেট ক্লাব ও রামনগর হিতৈশী সঙ্ঘ। জুনিয়র ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে দিঘলকান্দি কিশোর সংঙ্ঘ।
পলাশিপাড়া লিগে চ্যাম্পিয়ন হয়েছে কুলগাছি শরৎ নজরুল স্মৃতি সঙ্ঘ। রানার্স হয়েছে বার্নিয়া পশ্চিমপাড়া নবীন সঙ্ঘ। জুনিয়র লিগে চ্যাম্পিয়ন ও রানার্স হয়েছে যথাক্রমে বিজয়নগর সূর্য সেন ক্লাব ও বিজয় সঙ্ঘ। ডোমকলে লিগ চ্যাম্পিয়ন হয়েছে ডোমকল আজাদ ক্লাব। রানার্স হয়েছে বঘারপুর নওজোয়ান ক্লাব।
ডোমকল ফুটবল লিগের একটি মুহূর্ত। ছবি: বিশ্বজিৎ রাউত।
পাশাপাশি সীমান্তের ওই দুই মহকুমায় চলছে নক আউট ফুটবল টুর্নামেন্ট। সম্প্রতি থানারপাড়ার ফাজিলনগরে কাঠ ও বাঁশ দিয়ে অস্থায়ী স্টেডিয়াম তৈরি করে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার অন্যতম কর্তা সুজিত বিশ্বাস বলেন, “লিগ শেষ হলেও সীমান্তের মানুষ মজে আছেন ফুটবলেই। ফাজিলনগরের মতো গ্রামের মানুষ ফুটবল খেলাকে উৎসবের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। পণ্ডিতপুর মিলন সঙ্ঘ ও বিনোদনগর নিউ আজাদ সঙ্ঘের মাঠেও নক আউট টুর্নামেন্টে দর্শকের ভিড় ও আবেগ ছিল চোখে পড়ার মতো।”
তেহট্টের পলাশিপাড়া, বার্নিয়ার পাশাপাশি ডোমকলেও চলছে একদিনের ফুটবল প্রতিযোগিতা। সোমবার জলঙ্গির টিকরবাড়িয়া ফুটবল মাঠে ফাইনালে টিকরবাড়িয়া নিউ অ্যাথলেটিক ক্লাব ৪-১ গোলে নবিপুর আর এন ক্লাবকে পরাজিত করে। ডোমকল মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক ধীমান দাশ বলেন, “ডোমকল মহকুমা ফুটবল লিগে সুপার লিগের লড়াই চলেছে সেয়ানে সেয়ানে। মঙ্গলবার এই মরসুমের লিগের খেলা শেষ হয়েছে। ১৩ পয়েন্ট সংগ্রহ করে লিগ চ্যাম্পিয়ন হয়েছে ডোমকল আজাদ ক্লাব। ৮ পয়েন্ট সংগ্রহ করে রানার্স হয়েছে বঘারপুর রমনা নওজোয়ান ক্লাব। লিগ শেষ হলেও ডোমকলের মাঠগুলিতে নক আউট ফুটবল টুর্নামেন্ট দেখতে প্রতিদিনই উপচে পড়ছে ভিড়।” লিগ চ্যাম্পিয়ন আজাদ ক্লাবের সম্পাদক তজিমুদ্দিন খান বলেন, “এ বছর ক্লাবের ২৫ বছর পূর্তি হল। আর এই মরসুমেই লিগ চ্যাম্পিয়ন হল আমাদের ক্লাব। এটা আমাদের ক্লাবের সকলের কাছেই বিরাট প্রাপ্তি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.