অধীরের খাসতালুকে ফুল ফুটল তৃণমূলের |
|
অনল আবেদিন ও শুভাশিস সৈয়দ, বহরমপুর: দীর্ঘ পনেরো বছর পরে অধীর চৌধুরীর খাসতালুকে দু’টি ঘাসফুল ফুটল।
বহরমপুরে এ বারও বিরোধী-শূন্য পুরবোর্ড গড়ার দাবি করেছিলেন অধীর। কিন্তু সোমবার বেলা গড়ানোর আগেই স্পষ্ট হয়ে যায়, সেই দাবি পূরণ হচ্ছে না। ৩ ও ৫ নম্বর ওয়ার্ডে জিতছেন তৃণমূল প্রার্থীরা। দিনের শেষে রেল প্রতিমন্ত্রীর মন্তব্য, “যা চাইব, সব সময় তো তা হয় না। মানুষের রায় আমি মাথা পেতে নিচ্ছি।” |
|
পুরনো মুখেই ভরসা রাখছে কৃষ্ণনগর শহর |
সুস্মিত হালদার, কৃষ্ণনগর: রাতারাতি যেন বদলে গেল গোটা শহরটা। এত দিন যে শহর ‘কংগ্রেসের গড়’ বলে পরিচিত ছিল, এ বারের পুরভোটে সেই কৃষ্ণনগর শহর থেকে একে বারে নিশ্চিহ্ন হয়ে গেল তারা। ২৪টি আসনের মধ্যে ২২টিতে জয়ী হয়েছে তৃণমূল। দু’টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। |
|
|
ডোমকলে কালোবাজারে
বিকোচ্ছে পোস্টকার্ড |
সুজাউদ্দিন, ডোমকল: টিকিট ব্ল্যাকের কথা হামেশাই শোনা যায়। কিন্তু মোবাইল, ই-মেলের যুগে পোস্টকার্ডও বিকোচ্ছে ব্ল্যাকে? আজ্ঞে হ্যাঁ, পঞ্চাশ পয়সার পোস্টকার্ডের দাম পাঁচ টাকা! “নিতে হলে নেবেন, না হলে নেবেন না। সামান্য পোস্টকার্ড নিয়ে অত দর-দাম পোষাবে না দাদা’’-সাফ জানান ডোমকলের এক মনোহারি দোকানের বিক্রেতা। |
|
কামদুনির পথে
মঞ্চ খোরজুনায় |
ফরাক্কার পর দিনই
ধর্ষণ-খুন সুতিতে |
|
২৬টি ওয়ার্ডে তৃতীয় বামেরা |
|
টুকরো খবর |
|
|