দফতরে তালা
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
জেলার প্রাথমিক শিক্ষা সংসদের দফতরে তালা দিয়ে বিক্ষোভ দেখাল নদিয়া জেলা ডিএলএড অ্যাসোসিয়েশানের সদস্যরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের দাবি, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দিতে হবে। সংগঠনের সহ-সভাপতি অনির্বাণ বিশ্বাস বলেন, “আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যারা পিটিটিআই ও দি এল এড প্রশিক্ষণ প্রাপ্ত তাঁদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু বাস্তবে তা হল না। আমরা এরই বিরুদ্ধে প্রতিবাদ করছি।” সংসদের সভাপতি অর্চনা ঘোষ সরকার বলেন, “ওদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।”
|
৪৪জন সিপিএম নেতার জামিন মঞ্জুর
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
পুলিশকে মারধর ও থানা ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত সিপিএমের প্রাক্তন সাংসদ, সিটু নেতা সহ ৪৪ জন সিপিএম নেতার জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারক। সোমবার অভিযুক্ত পক্ষের আইনজীবী মুর্শিদাবাদ জেলা আদালতের দায়রা বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলালের এজলাসে জামিনের আবেদন করেন। মাস দুয়েক আগে ফরাক্কা থানা ভাঙচুর ও পুলিশকে মারধরের অভিযোগে সিপিএমের ৭৮ জন নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে ৩৪ জনকে গ্রেফতারও করা হয়। বাকি ৪৪ জন পলাতক ছিলেন। এদিন তাঁরা জামিন পেলেন।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
নয়ানজুলিতে বাস উল্টে মৃত্যু হল এক যাত্রীর। সোমবার সন্ধ্যায় চাপড়ার বড় আন্দুলিয়ার কাছে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের এই দুর্ঘটনায় মৃতের নাম কুদ্দুস শেখ (৪৫)। তিনি করিমপুরের বারবাকপুর গ্রামের বাসিন্দা। ঘটনায় জখম ২৫জন যাত্রীকে চাপড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দু’টি বাসের রেষারেষি চলার সময় করিমপুরগামী বেসরকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে পড়ে একটি নয়নাজুলিতে। সেই সময়ই ঘটে দুর্ঘটনাটি।
|
রবিবার এক মহিলার মৃতদেহ উদ্ধার করল চাপড়া থানার পুলিশ। জামরেডাঙার বাসিন্দা ওই মহিলার নাম অর্চনা ঘোষ(৪৮)। তার মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, শনিবার দিন অর্চনা দেবীর ছেলে ও বউমা বাহাদুরপুরে গিয়েছিলেন গরু কিনতে। বাড়ি ফিরে দেখেন ঘরে পড়ে রয়েছে অর্চনাদেবীর দেহ।
|
প্রাতঃভ্রমণে বেরিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল নাজেমা বিবি (৩৩) নামে এক মহিলার। তিনি ফরাক্কার তোফাপুর গ্রামের বাসিন্দা। সোমবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে হাঁটার সময় একটি লরি তাঁকে ধাক্কা মারে। |