কামদুনির পথেই হেঁটে ‘প্রতিবাদী মঞ্চ’ গড়ল খোরজুনা। গ্রামের এক গৃহবধূর ধর্ষণ ও খুনের বিচার চেয়ে রবিবার রাতে বড়ঞা থানার খোরজুনা গ্রামের স্বাস্থ্যকেন্দ্র-সংলগ্ন মাঠে সভা করে ওই মঞ্চ গঠন করলেন এলাকার বাসিন্দারা। ধর্ষণকারীর শাস্তির দাবিতে মঞ্চ গঠিত হলেও, গ্রামের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করবে ওই মঞ্চ, জানিয়েছেন সদস্যরা। মৃতার স্বামী জানান, গ্রামবাসীরা সংগঠিত হয়ে মঞ্চ তৈরি হওয়ায় তিনি ও তাঁর পরিবার খুশি।
গত জুন মাসে খোরজুনায় এক বধূর ধর্ষণ ও খুনের দায়ে অভিযুক্ত হন প্রকাশ দাস। তিনি এখন বিচারাধীন বন্দি। কান্দি মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক আদালতে বিচারপতি চিন্ময় চট্টোপাধ্যায়ের এজলাসে বিচার চলছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে সাক্ষীগ্রহণ শুরু হবে।
প্রকাশ দাস গ্রেফতার হওয়ার পর থেকেই তার শাস্তির দাবিতে খরজুনার বাসিন্দারা লাগাতার মিটিং, মিছিল করেছেন। বহরমপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্না-বিক্ষোভের সঙ্গে, এলাকার সাংসদ অধীর চৌধুরীর সাহায্যে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে গিয়ে শাস্তির দাবিও জানান গ্রামবাসী। ‘প্রতিবাদী মঞ্চ’ গড়ে সেই আন্দোলন আরও দানা বাঁধল।
রবিবার গ্রামের ওই মহিলার নামে মঞ্চ বেঁধে আলোচনা, গান-আবৃত্তি, এবং কান্দির একটি নাট্য গোষ্ঠীর ‘পথ’ নামে একটি প্রতিবাদী নাটক অভিনীত হয়। শীতের সন্ধ্যায় কনকনে উত্তরে হাওয়াকে উপেক্ষা করে গ্রামের প্রায় শ’পাঁচেক বাসিন্দা সভায় ছিলেন। কুড়ি জনকে বেছে নিয়ে ‘প্রতিবাদী মঞ্চ’ তৈরী হয়। তার মধ্যে তিন জনের একটি উপদেষ্টা কমিটি গঠন হয়।
মৃতার স্বামী বলেন, “আমার স্ত্রীকে যে অত্যাচার করে খুন করেছে, তার শাস্তির দাবিতে গ্রামবাসী যে ভাবে সংগঠিত হয়েছেন তাতে আমি গর্বিত। ওই মঞ্চ গড়ায় আমি ও আমার পরিবারের লোকজন খুশি।” |