ফিনল্যান্ডের হামিনায় গুগলের ডেটা সেন্টার (তথ্য ভাণ্ডার)। ৩৫ কোটি ইউরোয় তৈরি এই সেন্টারে আরও
৪৫ কোটি লগ্নি করবে তারা। অন্য এক তথ্য ভাণ্ডারে ২৫ কোটি ডলার ঢালবে মাইক্রোসফটও।
দেশের প্রধান সংস্থা নোকিয়া বিক্রি হয়ে যাওয়ার পর এই সমস্ত লগ্নির হাত ধরেই
ফিনল্যান্ডের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, আশা বিশেষজ্ঞদের। ছবি: রয়টার্স, এপি।
|