প্রায় ১০,১৪১ কোটি টাকায় ভোডাফোন ইন্ডিয়ার বাকি অংশীদারিও হাতে নিতে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে ব্রিটিশ টেলিকম বহুজাতিক ভোডাফোন গোষ্ঠী। সেই আবেদন গৃহীত হলে, যে সব শেয়ারহোল্ডার শেয়ার বিক্রি করবেন, তাঁদের মূলধনী লাভ কর দিতে হবে বলে জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। মন্ত্রকের এক কর্তা বলেন, প্রত্যেককেই ২০% হারে ওই কর দিতে হবে। সে ক্ষেত্রে যাঁরা এর আওতায় পড়বেন, তাঁদের মধ্যে আছেন ভারতে সংস্থার নন- এগ্জিকিউটিভ চেয়ারম্যান অনলজিৎ সিংহ, পিরামল এন্টারপ্রাইজেসের চেয়ারম্যান অজয় পিরামল প্রমুখ। উল্লেখ্য, ভোডাফোন গোষ্ঠীর হাতে এখন তাদের ভারতীয় শাখার ৮৪.৫% শেয়ার রয়েছে।
|
সারা দেশে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সমস্ত নিজস্ব পেট্রোল পাম্পেই মিলবে পাঁচ কেজি-র ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডার। সোমবার এই প্রস্তাবে অনুমোদন দেন পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি। তবে সামনে বিধানসভা নির্বাচন থাকায় কিছু দিন দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় সেই তালিকায় ব্রাত্য থাকছে। মন্ত্রকের নতুন প্রস্তাবে অবশ্য তেল সংস্থার নিজস্ব পেট্রোল পাম্প ছাড়াও অন্য পাম্পে এই সিলিন্ডার বিক্রির কথা রয়েছে। কিন্তু সে ক্ষেত্রে তাদের নিরাপত্তা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
|
আগামী ১৮-১৯ নভেম্বরই মেঘালয়ের শিলংয়ে পণ্য-পরিষেবা কর (জিএসটি) নিয়ে বৈঠকে বসতে চলেছে সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে গড়া দায়িত্বপ্রাপ্ত কমিটি। অর্থমন্ত্রকের এক কর্তা বলেন, সেখানে পেট্রোপণ্য ও মদকে প্রস্তাবিত পণ্য-পরিষেবা কর ব্যবস্থার আওতায় আনা নিয়ে আলোচনা করা হবে। |
আমেরিকায় ১০ হাজার ডলার জরিমানা হল জেট এয়ারওয়েজের। ২০১১ সালে একটি উড়ান সংক্রান্ত ভুল তথ্য জমা দেওয়ায় ভারতীয় বিমান পরিবহণ সংস্থাটিকে জরিমানা করেছে সেখানকার পরিবহণ নিয়ন্ত্রক। জেট এয়ারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে ইতিমধ্যেই সেই অর্থ জমা দিয়েছে তারা।
|
তেল মন্ত্রকের আনা প্রস্তাবে সই করল না আরআইএল। কেজি বেসিনে কম উৎপাদনের পিছনে তাদের যুক্তি না মানাতেই এই সিদ্ধান্ত। |