ছিনতাইবাজ সন্দেহে সিভিক পুলিশের এক কর্মীকে বেধড়ক পেটানোর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার রাতে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে। ধৃত ধীমান সরকার কৃষ্ণগঞ্জের তারকনগরের বাসিন্দা। তিনি কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। জেলার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধীমান সরকারকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।” তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “ধীমান নির্দোষ। আশা করি বিচারে তা প্রমাণিত হবে।”
বুধবার রাতে তারকনগরের দুই যুবক-যুবতী পাশের গ্রাম শিবনিবাসের মন্দিরে বিয়ে সেরে বাড়ি ফিরছিলেন। মাঝপথে বিয়ের জন্য আসা দু’টি গাড়ি আটকে জনাকয়েক দুষ্কৃতী লুঠপাট করে। পুলিশ আসার আগেই ঘটনাস্থলের আশপাশে কৃষ্ণপুরের যুবক সিভিক পুলিশ অরুপকে ঘটনাস্থলে দেখতে পেয়ে গ্রামের লোকজন মারধর শুরু করে। পেটাতে পেটাতে তাঁকে নিয়ে যাওয়া তারকনগর স্টেশনে। কৃষ্ণগঞ্জের সিআই সত্যরঞ্জন চাকি ও ওসি অনিন্দ্য বসু স্টেশন থেকে অরুপকে উদ্ধার করেন। জখম অরুপ ঘোষের বাবা বাদলচন্দ্র ঘোষ পুলিশের কাছে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ধীমান সরকার সহ কুড়ি জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছেন। বাদলবাবু অভিযোগ, “ধীমান দাঁড়িয়ে থেকে ওই কাণ্ড ঘটিয়েছেন।” |