টুকরো খবর
শতাব্দীসেরা আমিই: হুঙ্কার মারাদোনার
কিংবদন্তিদের লড়াইয়ে ফের পেলের বিরুদ্ধে তোপ দাগলেন মারাদোনা। মিলানের এক সাংবাদিক সম্মেলনে পুরনো তিক্ততার নবজন্ম দিয়ে ফুটবলের রাজপুত্র পেলের উদ্দেশে বলে দিলেন, “আমি শতাব্দীর সেরা ফুটবলার। পেলেকে দেওয়া ফিফার শিরোপার কোনও মূল্য নেই।” ঘটনাটা কী? ২০০০ সালে অনলাইন ভোটে প্রায় ৫৩.৬ শতাংশ ভোট পেয়ে শতাব্দীর সেরা নির্বাচিত হন মারাদোনা। যদিও ফিফার কর্মকর্তা ও বিশ্বের সাংবাদিকদের বিচারে শতাব্দীর সেরা হয়েছিলেন পেলে। কিন্তু ফুটবল-সমর্থকদের বিচারই শেষ কথা, ভোটের তেরো বছর পরে জানিয়ে দিলেন মারাদোনা। বললেন, “সমর্থকদের বিচারই শেষ কথা। আর ওদের ভোটেই আমি হয়েছিলাম শতাব্দীর সেরা ফুটবলার। পেলে ছিল দু’নম্বরে।” চিরপ্রতিদ্বন্দ্বী সম্পর্কে মারাদোনা আরও বলেন, “ব্রাজিলিয়ানদের ভোটেও সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ আয়ার্টন সেনা, পেলে না।”

রোলাঁ গারোয় ছাদ
উইম্বলডনের সেন্টার কোর্টের মতো ‘রিট্র্যাক্টেবল’ ছাদের পরিকল্পনা রোলাঁ গারোতেও। রোলাঁ গারো সংস্কারের পরিকল্পনা এত দিন স্থগিত ছিল স্থানীয় বাসিন্দাদের আপত্তিতে। সংস্কারের ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে বলে অভিযোগ ছিল স্থানীয়দের। চলতি বছরে মার্চ থেকে ঝুলে থাকা এই মামলায় অবশেষে ফরাসি ট্রাইবুনাল স্থগিতাদেশ তোলার নির্দেশ দেয়।

পন্টিংকে পাল্টা কুম্বলের
রিকি পন্টিং নতুন বইয়ে সচিন তেন্ডুলকরকে খোঁচা মারার ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা দিলেন অনিল কুম্বলে। ‘মাঙ্কিগেট’ টেনে পন্টিং লিখেছেন, ওই ঘটনায় সচিনের বিবৃতিতে তিনি ধাক্কা খেয়েছিলেন। কুম্বলে বলেছেন, “যদি সত্যিই কী হয়েছিল সে দিন জানতে চান, আমার বইটার জন্য অপেক্ষা করুন।” কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন থেকে কুম্বলে এবং জাভাগাল শ্রীনাথ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পুরনো খবর:

খেতাবহীন সাইনা
সাইনা নেহওয়াল ২০১৩ মরসুমে খেতাব হীন! দশে শূন্য! বছরের শেষ সুপার সিরিজ ডেনমার্ক ওপেনে আগের বারের চ্যাম্পিয়ন সাইনা কোয়ার্টার ফাইনালে হারলেন কোরিয়ার জি সাংয়ের কাছে। ২১-১৩, ১৮-২১, ১৯-২১। আইবিএলে নিজের সব ম্যাচে জয়ী সাইনার ন’ম্যাচ পরে এটাই প্রথম হার। কিন্তু সেই হার সাইনাকে পেশাদার ব্যাডমিন্টন ট্যুরে বছরের দশটা টুর্নামেন্টের দশটাতেই ব্যর্থ করে রাখল।

পুরনো খবর:

ভাল ব্যাটিং বাংলার
দিল্লির ৩৪৩ রানের জবাবে বাংলা ২৬০ রান তুলল মাত্র তিন উইকেট হারিয়ে। ফিরোজ শাহ কোটলায় দু’দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিন ব্যাট করে বাংলার অর্ণব নন্দী ৭০, সায়নশেখর মন্ডল ৫৪ ও রোহন বন্দ্যোপাধ্যায় ৪৮ রান করেন। নির্দিষ্ট সময়ের এক ঘন্টা আগেই দুই অধিনায়কের সম্মতিতে খেলা শেষ হয়ে যায়। শুক্রবার রাতে শহরে ফিরল বাংলা দল। সোমবার দল ও অধিনায়ক বাছাই।

জুনিয়র দল হল
মেডিক্যাল টেস্ট নিয়েই বাছা হল অনুর্ধ্ব ১৯ বাংলা দল। বিনু মাঁকড় ট্রফির পূর্বাঞ্চল পর্বের জন্য অধিনায়ক আমির গনি। রয়েছেন অঙ্কিত কেশরিও। কোচ গৌতম সোম জুনিয়র জানালেন, সবাই মেডিক্যাল টেস্টে উত্তীর্ণ হয়েছেন। বাংলার প্রথম ম্যাচ রবিবার ওড়িশার বিরুদ্ধে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে।

ফুটবল লিগে লুই সাহা
আইএমজি-রিলায়্যান্স ফুটবল লিগে খেলবেন লুই সাহা। টুর্নামেন্টের প্রথম আন্তর্জাতিক তারকা হিসেবে প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ফরাসি স্ট্রাইকারের নাম ঘোষণা করলেন আয়োজকরা। লুই-সহ ২০০৬ ও ২০১০ বিশ্বকাপের আট তারকা খেলোয়াড় চুক্তিবদ্ধ হয়েছেন এই লিগে। আট ফ্র্যাঞ্চাইজির বিড ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর, নিলাম নভেম্বরের শেষে।

আইসিসি বৈঠকে শ্রীনি
আইসিসির দু’দিনের সভায় একাধিক ‘এজেন্ডা’ নিয়ে হাজির হলেন শ্রীনিবাসন। লন্ডনে পৌঁছেই তিনি ডেকে নেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাইলস ক্লার্ককে। যাঁর সঙ্গে হাত মিলিয়ে আইসিসি-র প্রভাবশালী ফিনানশিয়াল অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স (এফসিএ) কমিটির বৈঠকে প্রস্তাবিত চেয়ারম্যান পদের ক্ষমতা কমানোর পক্ষে সওয়াল করবেন শ্রীনি। তাঁর এজেন্ডায় আছে ডেভিড বেকারের শাস্তির দাবিও।

ভেটেলদের অভিনব ট্রফি
বুদ্ধ সার্কিটে এ মরসুমে গতির যুদ্ধে সেরার হাতে যে ট্রফি উঠবে তার কোনও বিশেষত্ব থাকবে না তা কি হয়? সংগঠকরা এ বার উদ্যোগ নিয়েছেন চিরাচরিত ট্রফির ডিজাইনে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া আনতে। বেঙ্গালুরুর নামী ডিজাইনার মাইকেল ফলি সেই ভাবনাকে রূপ দিয়ে ট্রফিতে খেলাধুলোর সঙ্গে গ্ল্যামার, প্রযুক্তি, বিনোদন আর তারুণ্যকে প্রতিফলিত করেছেন। উদ্যোক্তাদের প্রকাশিত ট্রফির ফার্স্ট লুকে এ দিন ফাঁস হল সেটাই।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.