শিলিগুড়ির বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে ১০ দলের নৈশ ‘সোনি সেন্টার নক আউট নাইট ফুটবল টুর্নামেন্ট’ জমে উঠেছে। কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে চলছে দ্বিতীয় পর্যায়ের খেলা। শুক্রবার দুটি খেলা ছিল। প্রথম খেলাটিতে মুখোমুখি হয় কলকাতার মহমেডান স্পোর্টিং ক্লাব এবং ওদলাবাড়ি রাইজিং ফুটবল অ্যাকাডেমি। নির্ধারিত সময়ে গোলশূণ্য ড্র থাকার পর টাই ব্রেকারে ওদলাবাড়ির দলটি জিতে সেমিফাইনালে প্রবেশ করে। দ্বিতীয় খেলায় আয়োজক বিবেকানন্দ ক্লাব খেলে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। দ্বিতীয়ার্ধে করণ রাইয়ের একমাত্র গোলে জয় পায় বিবেকানন্দ। এই জয়ের ফলে সেমিফাইনালে প্রবেশ করল তারা।
১৬ অক্টোবর থেকে টুর্নামেন্ট শুরু হয়েছে। বিবেকানন্দ ক্লাবের সচিব নিলয় চক্রবর্তী বলেন, “অনুর্ধ্ব ১৬ এবং ১১৫ পয়েন্ট ভিত্তিতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গত কয়েক বছরের প্রতিযোগিতার সাফল্যের নিরিখে এই টুর্নামেন্ট রাজ্যে অন্যতম সেরা। ফলে কলকাতা সহ বাইরের দলগুলি এই টুর্নামেন্টে অংশ নিতে চায়। সময় ও অন্যান্য সীমাবদ্ধতার জন্য ১০ দলের মধ্যেই টুর্নামেন্ট সীমাবদ্ধ রাখতে হয়েছে। ভবিষ্যতে আরও বেশি দলকে খেলতে দেখা যেতে পারে।” কলকাতা ময়দানের তিন বড় নাম, মোহবাগান, মহমেডান ও সঙ্গে ইউনাইটেড স্পোর্টস ক্লাব অংশ নিয়েছে এবারের টুর্নামেন্টে। এছাড়া আয়োজক হিসেবে বিবেকানন্দ মর্নিং সকার কোচিং সেন্টার সহ ও শিলিগুড়ির শিলিগুড়ি ফুটবল অ্যাকাডেমিও অংশ নেয়। উত্তর চব্বিশ পরগণার শ্যামনগর সবুজ সংঘ, ওদলাবাড়ির রাইজিং ফুটবল অ্যাকাডেমি, রাজগঞ্জের ইস্টবেঙ্গল ফুটবল অ্যাকাডেমি, বসিরহাটের বসিরহাট কিশোর বাহিনী এবং কালিম্পঙের সেন্ট অগাস্টিনো স্কুল প্রতিযোগিতায় অংশ নেয়। |
প্রথম দিন প্রথম খেলায় শিলিগুড়ি ফুটবল অ্যাকাডেমি ২-০ গোলে হারায় ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে। দ্বিতীয় খেলায় বিবেকানন্দ মর্নিং সকার ২-১ এ হারায় শ্যামনগর সবুজ সংঘকে। অন্যদিকে দ্বিতীয় দিনে ইস্টবেঙ্গল ফুটবল অ্যাকডেমির কাছে ১০ গোল খেয়ে টুর্নামেন্টের বাইরে চলে যায় সেন্ট অগাস্টিনো। টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ২০ অক্টোবর। টুর্নামেন্টের বিজয়ী দল পাবে ২১ হাজার টাকা প্রাইজ মানি ও কালীপদ ধর উইনার্স রানিং ট্রফি। অন্যদিকে রানার্স দল ১১ হাজার টাকা ও অমৃত কুমার চৌধুরী রানার্স রানিং ট্রফি। ফেয়ার প্লে ট্রফি জয়ীরা পাবে ২ হাজার টাকা এবং রোহিত কুমার চৌধুরী ট্রফি। এছাড়া ব্যক্তিগত কৃতিত্বের জন্য সেরা গোলরক্ষক, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়, সেরা গোলদাতার মত পুরস্কারগুলি থাকছে।
শনিবার দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে ইস্টবেঙ্গল ফুটবল অ্যাকাডেমি ও শিলিগুড়ি ফুটবল অ্যাকাডেমি। দ্বিতীয় খেলায় আয়োজক দল খেলবে ওদলাবাড়ির রাইজিং স্টার দলের সঙ্গে। রবিবার টুর্নামেন্টের ফাইনাল। |