|
|
|
|
শহরে ক্ষোভ, প্লাস্টিক রুখতে অভিযান |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শহরবাসীর মধ্যে ক্ষোভ বাড়তে থাকায় প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার রুখতে ফের অভিযানে নামল শিলিগুড়ি পুরসভা। শুক্রবার সকাল থেকে বিধান মার্কেটের সব্জি, মাছের বাজারে অভিযান চালায় পুরসভার ৩৫ জনের একটি দল। প্রায় প্রতিটি দোকান ঘুরে দেখেন তাঁরা। প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করার অভিযোগে ৭ টি দোকানে ৫০০ টাকা করে জরিমানা করেন তাঁরা। ২০ কেজি প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্তও করেন তাঁরা।
এ দিন সকাল সাড়ে আটটা থেকে বিধান মার্কেটের সব্জি বাজার থেকে অভিযান শুরু করেন তাঁরা। রাস্তার পাশে লক্ষ্মী পুজোর সরঞ্জাম নিয়ে বসা বিক্রেতাদেরও সতর্ক করেন পুরকর্মীরা। পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়, শুক্রবারের পরে যদি কোন ব্যবসায়ী প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করেন, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই অভিযান শুরু হলে ব্যবসায়ীদের একাংশ নানা যুক্তি দেওয়ার চেষ্টা করলেও পুরসভার দল মানেনি। অবিযানের সময়ে সবজি বিক্রেতা গৌর সাহার দোকান থেকে চার কেজি মত প্লাস্টিক বাজেয়াপ্ত করেন পুরসভার কর্মীরা। ৫০০ টাকা জরিমানা করা হয় তাঁকে। তিনি বলেন, “আমরা ক্রেতাদের কথা ভেবেই কিছু পরিমাণ ক্যারিব্যাগ রেখেছিলাম।” পক্ষান্তরে, অভিযানের সময়ে উপস্থিত ক্রেতাদের অনেকেই জানিয়ে দেন, তাঁরা প্লাস্টিক ক্যারিব্যাগ না চাইলেও জোর করে দেওয়া হয়। |
|
পুরসভার অভিযান শিলিগুড়িতে। —নিজস্ব চিত্র। |
পরিবেশের কথা মাথায় রেখেই জেলায় সব করম প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করার নির্দেশিকা রয়েছে। তবুও মুষ্টিমেয় ব্যবসায়ী প্লাস্টিকের ক্যারিব্যাগ ক্রেতাদের দেওয়ার জন্য তৎপর। কয়েকজন ব্যবসায়ী জানান, প্লাস্টিক ক্যারিব্যাগে পণ্য দিলে খরচ কম পড়ে ও লাভ একটু বেশি হয় বলেই অনেকের মধ্যে আইন ভাঙার প্রবণতা দেখা যায়। কিন্তু, পুরসভার পক্ষ থেকে নাগরিকদের কাছে অনুরোধ করা হয়েছে, কোনও ব্যবসায়ী প্লাস্টিক ক্যারিব্যাগে জিনিস দিতে চাইলে তা নেবেন না। জোর করে দিতে চাইলে পুরসভায় খবর দেওয়ার জন্যও নাগরিকদের অনুরোধ করা হয়েছে। কোথাও ক্রেতারা জোর করে প্লাস্টিক ক্যারিব্যাগে জিনিস নিতে চাইলেও ব্যবসায়ীদের সঙ্গে সঙ্গেই পুরসভায় খবর দেওয়ার জন্য অনুরোধ করেছেন পুর অফিসাররা। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “কেউ যেন প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার না করেন তা নিয়ে সতর্ক করা হয়েছে। যাঁরা ব্যবহার করছেন তাঁদের জরিমানা করা হয়েছে।”
আগামী দিনে যে সব ক্রেতা প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করবেন, তাঁদেরও জরিমানা করা হবে বলে জানান মেয়র পারিষদ সুজয় ঘটক। আজ শনিবার থেকে বিভিন্ন বাজারে পুরকর্মীরা নজরদারি চালাবেন। কেউ ক্যারিব্যাগ ব্যবহার করলে তাঁকে ৫০ টাকা জরিমানা করা হবে। তবে পুরসভার গাফিলতিতেই প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বেড়ে গিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। প্রাক্তন ডেপুটি মেয়র তথা পরিবেশ বিভাগের মেয়র পারিষদ রঞ্জন শীল শর্মা বলেন, “প্লাস্টিকের ক্যারিব্যাগ কারখানা চলছে কী ভাবে? সেখানে ক্যারিব্যাগ উৎপাদন বন্ধের ব্যবস্থা করতে হবে পুরসভাকে।” ঘটনাচক্রে, তৃণমূল নেতা রঞ্জনবাবুও দীর্ঘদিন পরিবেশ বিভাগের মেয়র পারিষদ ছিলেন। তাঁর সময়েও প্লাস্টিক ক্যারিব্যাগ উৎপাদন বন্ধের তোড়জোর করেও পুরসভা কেন পিছু হটেছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক কংগ্রেস কাউন্সিলর।
|
পুরনো খবর: ব্যবসায়ী-পুরসভা যোগেই ফিরছে প্লাস্টিক, ক্ষোভ |
|
|
|
|
|