রাজ্যের অন্যতম জলাশয় দীপর বিলে ভেসে উঠছে প্রচুর মরা মাছ। বিশেষজ্ঞদের অনুমান, জলে ব্যাপক বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটেছে। তাঁদের আশঙ্কা, এমন চলতে থাকলে বিলে মাছ খেতে আসা পাখিদের মধ্যেও মড়ক ছড়িয়ে পড়তে পারে। সপ্তাহখানেক ধরেই বিলের জলে মরা মাছ ভেসে উঠছে। সেগুলির মধ্যে অধিকাংশই বড় রুই মাছ। পচে গিয়েছে অধিকাংশই। জলাশয়ের লাগোয়া এলাকার বাসিন্দা তথা সংরক্ষণকর্মী লক্ষ্মণ টেরন জানান, বিলে প্রায় ৫৪টি প্রজাতির মাছ পাওয়া যায়। তা ছাড়া, অন্য জলজ প্রাণী এবং উদ্ভিদও রয়েছে। রানি বনাঞ্চলের হাতিরাও এই বিলে জল খেতে আসে। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেই শহরের নালা-নর্দমা, বশিষ্ঠ এবং বাহিনী নদীর দূষিত জল বিলে মিশছে। পাশাপাশি, বিলের জমিতে গড়ে উঠেছে আবাসন, কারখানা। সে সবের জেরেই বিলের জলের গুণগত মানের ভারসাম্য বিঘ্নিত হওয়াই স্বাভাবিক। বিভিন্ন রাসায়নিক যে ভাবে প্রতিদিন ওই জলাশয়ে পড়ছে তা বন্ধ করতে সরকার বা বন ও পরিবেশ দফতর সে ভাবে কোনও ব্যবস্থা নেয়নি। জলাশয়ের অনেকটা অংশে আবর্জনা ফেলা হচ্ছে।
|
অস্ট্রেলিয়ায় বিধ্বংসী দাবানল |
দাবানলে বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বিস্তীর্ণ এলাকা। সিডনির শহরতলি এলাকায় এই দাবানলে বহু সম্পত্তি নষ্ট হয়েছে বলে আশঙ্কা দমকলকর্মীদের। বাড়ি রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক জন।
|
হনুমানের কামড়ে জখম হলেন এক পৌঢ়া। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রাজনগরের বারুদখানা পাড়ায়। বাতাসি বিবি নামে জখম ওই প্রৌঢ়াকে রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। দিন কয়েক আগেই রাজনগরের দামপাড়ায় হনুমানের আক্রমণে জখম হয়েছিল একটি শিশু ও তার মা। অভিযোগ, “একটি হনুমান দিন কয়েক ধরেই এলাকায় ক্ষিপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। মা ও শিশুটি অক্রান্ত হওয়ার পরই বনদফতরে খবর দিলেও কর্মীরা হনুমানটিকে ধরতে পারেনি।” |