টুকরো খবর
ছাত্র-মৃত্যুতে তদন্তের নির্দেশ
রবীন্দ্র সরোবরের জলে ডুবে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের নির্দেশ দিল রাজ্য মানবাধিকার কমিশন। কলকাতার পুলিশ কমিশনারকে ওই নির্দেশে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার কোনও অফিসারকে দিয়ে তদন্ত করিয়ে দু’সপ্তাহে রিপোর্ট দিতে হবে। ২১ জুলাই প্রতাপগড় বি ডি মেমোরিয়ালের দশম শ্রেণির ছাত্র আয়ুষ দাস স্কুলের বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে লেকে স্নান করতে নামে। পুলিশ জানায়, এর পরে জলে ডুবে মৃত্যু হয় তার। সেখানে ছিলেন স্কুলের ক্রীড়া-প্রশিক্ষক সুজিত চক্রবর্তীও। তার কাছেই খবর পায় পরিবার। ময়না-তদন্ত রিপোর্ট অনুযায়ী, শ্বাসনালিতে জল ঢুকে মৃত্যু হয় আয়ুষের। কিন্তু তার মা মৌসুমীদেবী লেক থানায় অভিযোগ করেন, আয়ুষ খুন হয়েছে ও খুনে ক্রীড়া-প্রশিক্ষক যুক্ত। সুজিতবাবু গ্রেফতার হন। কিন্তু পুলিশ তাঁর বিরুদ্ধে খুন বা খুনে জড়িত থাকার মামলা রুজু না করায় ২২ অগস্ট তিনি জামিন পান। মানবাধিকার কমিশনে দায়ের করা অভিযোগে মৌসুমীদেবী জানান, ফেসবুকে আয়ুষের স্কুলের এক ছাত্রী তাঁকে জানায়, জলে নামার পরে আয়ুষের পা ধরে টেনে তাকে ডুবিয়ে দেন ক্রীড়া-প্রশিক্ষক। কিন্তু থানায় সেই অভিযোগ করতে গেলে পুলিশ তা গ্রাহ্য করেনি। তাই তিনি পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায় তদন্তের নির্দেশ দেন বলে জানান কমিশনের রেজিস্ট্রার রবীন্দ্রনাথ সামন্ত।

পুরনো খবর:

শুরুতেই বৃষ্টির ধাক্কা চ্যালেঞ্জারে
বৃষ্টিতে ভেস্তে গেল চ্যালেঞ্জারের প্রথম ম্যাচ। হতাশ দর্শক লক্ষ্মীরতন শুক্ল এবং
মনোজ তিওয়ারি। শুক্রবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। ছবি: উৎপল সরকার
ঠিক যে আশঙ্কাটা টুর্নামেন্ট শুরুর আগে করেছিলেন সিএবি কর্তারা, বাস্তবে সেটাই ঘটল। স্নেহাংশু আচার্য চ্যালেঞ্জার ট্রফিকে শুরুতেই বৃষ্টির কবলে পড়তে হল। শুক্রবার বাংলা সিনিয়র বনাম বাংলা ‘এ’-র ম্যাচ দিয়ে উদ্বোধন হল চ্যালেঞ্জার ট্রফির। কিন্তু খেলা হল মাত্র বারো ওভার! আউটফিল্ড ভিজে থাকায় মাচ শুরু হতেও দেরি হয়। প্রায় দু’টো বেজে যায়। তার পর ১২.৩ ওভার খেলা হতে না হতেই খারাপ আলোর জন্য ম্যাচ বন্ধ, এবং তুমুল বৃষ্টি। আপাতত প্রথমে ব্যাট করছে বাংলা ‘এ’। তারা এখনও পর্যন্ত ৬৬-০। এ দিনের বৃষ্টির পর শনিবারও ম্যাচ হবে কি না তা নিয়ে সন্দিহান কেউ কেউ। সেক্ষেত্রে ম্যাচ রবিবার পর্যন্ত গড়াতে পারে, কারণ চ্যালেঞ্জারে রিজার্ভ ডে-র ব্যবস্থা আছে।

পুরনো খবর:

বাংলার গৌরব আরও পাঁচ
বাংলার গৌরব সম্মানের তালিকায় নতুন সংযোজন আরও পাঁচ ক্রীড়াবিদ। যার মধ্যে আছেন বাংলার রঞ্জিজয়ী দলের অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। আছেন দুই প্রাক্তন সফল ফুটবলার শ্যাম থাপা ও নিমাই গোস্বামী। এ ছাড়াও তালিকায় রয়েছেন লন্ডন অলিম্পিকে চতুর্থ হওয়া শ্যুটার জয়দীপ কর্মকার ও মহিলা শ্যুটার মাম্পি দাস।

রোনাল্ডের পাশে রোনাল্ডো
অভাবনীয় ভাবে সমর্থকের পাশে দাঁড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত অগস্টে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপ ফাইনালে রোনাল্ডোর জোড়া গোলে রিয়াল মাদ্রিদ ৩-১ হারায় চেলসিকে। ম্যাচ চলার মাঝপথেই মাঠে ঢুকে রোনাল্ডোকে জড়িয়ে ধরেন এক রিয়াল সমর্থক। অ্যালবেনিয়ার সেই বাসিন্দা, রোনাল্ড জোকা-কে ম্যাচ চলাকালীন মাঠে ঢোকা এবং অভদ্র আচরণের অভিযোগে গ্রেফতার করে দেশে ফেরত পাঠানো হয়। কিন্তু যুক্তরাষ্ট্রে জোকা পড়াশোনা করছেন বলে, সে দেশে ফেরার অনুমতি না পেলে সমস্যায় পড়তে হবে তাঁকে। তাই মায়ামি-তে আইনজীবীর অফিসে রোনাল্ডো চিঠি পাঠিয়ে লেখেন, “দেশে ফিরতে না পারলে জোকার পড়াশোনায় ক্ষতি হবে। আমি জানি ও যেটা করেছে তা আইনত অপরাধ। তবুও আমি চাইব ওর বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তা প্রত্যাহার করা হোক।”

সোমনাথ নিয়ে প্রশ্ন
রাজ্য টেবল টেনিস সংস্থার কর্তাদের ঝামেলা মিটেও মিটছে না। হঠাৎই লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলল বিরোধী গোষ্ঠী। বিষয়টি আইন-আদালত পর্যন্ত গড়াতে পারে। এ দিন বিরোধী গোষ্ঠীর নেতা, বর্তমান সচিব হেমেন ভট্টাচার্য চিঠি দিয়ে জানান, মনোনয়ন পত্রের প্রতিলিপি গ্রাহ্য হবে না। বীরভূমের প্রতিনিধি হিসেবে সোমনাথবাবু যে মনোনয়নপত্র পেশ করেছেন তা প্রতিলিপি। আর এক সচিব, সোমনাথবাবুর জামাই দেবীপ্রসাদ বসু বলছেন, “এ সব নোংরামি চলছে। আমরা অপেক্ষা করছি মনোনয়নপত্র পরীক্ষার পর বেরোনো তালিকার জন্য। প্রয়োজনে আইনি পরামর্শও নেব।”

পুরনো খবর:

ভিন্নরূপেণ...
ছবি: পিটিআই
ব্যাট হাতে মস্তানির চব্বিশ ঘণ্টার মধ্যে মহেন্দ্র সিংহ ধোনি দেখিয়ে দিলেন, পায়ে ফুটবল নিয়েও তিনি এতটুকু অস্বচ্ছন্দ নন। রাঁচির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতোর উদ্যোগে আয়োজিত একটি প্রীতি ম্যাচে মাঠে নামলেন ফুটবলার এমএসডি। একটা গোলও করলেন। ধোনি-মাহাতোর টিম জিতল ৪-০। যার একটু পরেই আবার আবির্ভাব তিরন্দাজ ধোনির। শুক্রবার রাঁচি থেকে কিছু দূরে সিল্লি-তে।

সবার উপরে কোহলি
এনডোর্সমেন্ট থেকে আয়ে মহেন্দ্র সিংহ ধোনি এবং সচিন তেন্ডুলকরকে ছাড়িয়ে গেলেন বিরাট কোহলি। জার্মানির একটি বিশ্বখ্যাত ক্রীড়া সরঞ্জাম সংস্থার সঙ্গে তাঁর যে চুক্তি হল, তা থেকে বছরে প্রায় ১০ কোটি টাকা আয় করবেন কোহলি। তিন বছরের এই চুক্তির পাশাপাশি বিরাট সম্প্রতি একটি টায়ার প্রস্তুতকারী সংস্থার সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন, যার অঙ্ক বছরে সাড়ে ছ’কোটি টাকার মতো।

সচিনের মুম্বই জিতল
আশা জিইয়ে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। হারলেই বিদায় নিশ্চিত, ম্যাচে টার্গেট ১৪১, সচিন তেন্ডুলকর ব্যর্থ (৫) এই অবস্থায় মুম্বইকে টানলেন ডোয়েন স্মিথ (৪৭ বলে ৬৩ ন.আ.)। তাঁর দাপটে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে সাত উইকেটে মুম্বই হারাল লায়ন্সকে। অবশ্য দীনেশ কার্তিক (১৩) আর অধিনায়ক রোহিত শর্মা (২০) দ্রুত ফিরে যাওয়ায় এক সময় কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন সচিনরা। কিন্তু সোহেল তনবির, ইমরান তাহিরদের আর সুযোগ দিল না কায়রন পোলার্ডের (২০ বলে ৩১ ন.আ) দুরন্ত ব্যাটিং। ৯ বল বাকি থাকতেই মুম্বই (১৪১-৩) ম্যাচ জিতে যায়।

বল যখন কোর্টে
কর ফাঁকি দেওয়ার মামলায় শুক্রবার স্প্যানিশ কোর্টে হাজিরা দিলেন লিওনেল মেসি আর তাঁর বাবা জর্জ। কোর্টে আসার পর ফ্যানদের আশ্বস্ত করতে বার্সা তারকাকে ‘থাম্বস আপ’ করতে দেখা গিয়েছে। জুলাইয়ে প্রায় ৩.৫ মিলিয়ন পাউন্ড কর ফাঁকি দেওয়ার অভিযোগে স্প্যানিশ কোর্ট সমন পাঠায় লিও আর সিনিয়র মেসিকে। অগস্টে মেসির বাবা ৪.২ মিলিয়ন (৩.৫ মিলিয়ন দাবি আর বাকিটা সুদ) জমা দেন।

সমস্যায় ভারত ‘এ’
২৪৫ রানে শেষ হয়ে গেল ভারত ‘এ’। মনপ্রীত জুনেজার ৮৪ রানও কাজে এল না। মহীশূরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’-র ৪২৯-এর জবাবে চেতেশ্বর পূজারার দল আত্মসমর্পণ করল বীরাসামি পেরমল (৫-৮৫) ও নিকিতা মিলারের (৪-৬১) বোলিংয়ের কাছে। দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানরা তৃতীয় দিনের শেষে ১৩০-৩।

গ্রিয়ার প্রথম ডিভিশনে
কলকাতা লিগের দ্বিতীয় ডিভিশন থেকে প্রথম ডিভিশনে উঠল গ্রিয়ার ক্লাব। শনিবার সেইলের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচ খেলার আগেই। সেইলও প্রথম ডিভিশনে উঠে গিয়েছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.