চলতি মরসুমে সিএবি তাঁকে সম্ভাব্য বাংলা অধিনায়ক হিসেবে ভেবেছিল। আপাতত যে দৌড়ে এগিয়ে লক্ষ্মীরতন শুক্ল। কিন্তু দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের অধিনায়ক হলেন বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা।
শুক্রবার রাঁচিতে দলীপের দল নির্বাচনী সভা ছিল। বাংলা থেকে পূর্বাঞ্চলের টিমে ঋদ্ধিমান সাহা ছাড়া রয়েছেন অনুষ্টুপ মজুমদার ও অশোক দিন্দা। পেসার মহম্মদ সামি বর্তমানে ভারত ‘এ’ দলের হয়ে খেলছেন। তাই তিনি নেই। নেই লক্ষ্মীও। এ দিন দল নির্বাচনীয় বৈঠকের আগে লক্ষ্মীর সঙ্গে কথা বলেন নির্বাচকরা। অলরাউন্ডার জানিয়ে দেন, তিনি সম্পূর্ণ ফিট নন। ফিট হতে আরও আট-দশ দিন সময় লাগবে। তাই দলীপে খেলতে পারছেন না।
আগামী ১০ অক্টোবর থেকে দলীপ অভিযান শুরু হচ্ছে গত বারের চ্যাম্পিয়ন পূর্বাঞ্চলের। প্রথম ম্যাচ মধ্যাঞ্চলের বিরুদ্ধে। কোচিতে খেলা। তার আগে দিন তিনেকের শিবির বসতে পারে কলকাতায়। জানা গেল, ঝাড়খণ্ডের সৌরভ তিওয়ারির চোট থাকায় যোগ্য পরিবর্ত হিসেবে ঋদ্ধিমানকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করে ফেলা হয়। বৈঠকে উপস্থিত নির্বাচকদের কারও কারও মনে হচ্ছে, বৃষ্টি-বিঘ্নিত চ্যালেঞ্জার ট্রফি বাদে যেহেতু বাংলার ক্রিকেটাররা সে ভাবে ম্যাচ প্র্যাক্টিস পাচ্ছেন না, তাই দলীপের দলে দু’জন মিডল অর্ডার ব্যাটসম্যান থাকলে রঞ্জি প্রস্তুতিটাও ভালই হবে। এটাও বলা হচ্ছে যে, ঋদ্ধিমান দলীপে অধিনায়ক হলেও বাংলা অধিনায়কত্বের দৌড়ে লক্ষ্মীই এগিয়ে। দু’টোকে একসঙ্গে মিশিয়ে ফেলা উচিত হবে না। বর্তমানে ঋদ্ধিমান চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি খেলতে ব্যস্ত চেন্নাই সুপার কিংসের হয়ে। |