বীরেন্দ্র সহবাগ কি এখন ভারতীয় দলে মিডল অর্ডারে ফেরার চেষ্টায়? প্রশ্নটা উঠতে শুরু করেছে চ্যালেঞ্জার ট্রফিতে দিল্লির ব্যাটসম্যানের ৩৮ বলে ৫৯ রানের ইনিংসের পর।
দিল্লি ম্যাচটা হারার পর প্রাক্তন কোচ বিজয় দাহিয়া যদিও বলে দেন, “সহবাগের চার নম্বরে ব্যাট করতে নামাটা ব্যক্তিগত সিদ্ধান্ত। দিল্লির হয়ে তো ও সব সময়ই মিডল অর্ডারে নামে। শিখর ধবন আর গৌতম গম্ভীরের টিমে না থাকার পরও ও কিন্তু মিডল অর্ডারেই নামল। এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই।” সঙ্গে তাঁর সংয়োজন, “তবে এখনও ও ভারতের হয়ে মিডল অর্ডারে কার্যকরী হয়ে উঠতে পারে, সেটাই কি দেখানোর চেষ্টা করল? জানি না। যদি সহবাগ সেটাই মনে করে, তা হলে ওর সেটা পরিষ্কার করে বলে দেওয়া উচিত। তা হলে জাতীয় নির্বাচকরা আর ধোনি ওদের পরিকল্পনায় সহবাগকে রাখবে।”
সহবাগের দীর্ঘ দিনের কোচ এএন শর্মা যদিও বলছেন, “মিডল অর্ডারে বীরুর ব্যাট করার কোনও প্রশ্নই নেই। সিনিয়র টিমে ও সব সময়ই ওপেন করেছে। এই জায়গাটাতেই ও সহজে মানিয়ে নিতে পারে। কেরিয়ারে যা চলছে তার পরও বীরুর মিডল অর্ডারের দিকে লক্ষ রেখে চলাটা ঠিক হবে না। পাঁচ বা ছ’নম্বরে মানিয়ে নিতেও তো ওর সময় লাগবে। তা ছাড়া টিম এখন পুরো সেট। সহবাগের নির্বাচকদের নজরে পড়তে অন্তত দুটো সেঞ্চুরি করতে হবে।”
সেই সময়টা বিস্ফোরক ব্যাটসম্যান পাবেন তো? চ্যালেঞ্জার ট্রফির পর দলীপ ট্রফিতে মাঠে নামার সুযোগ পেলেও সহবাগের টিম ফাইনালে না উঠলে একটা ম্যাচের বেশি সুযোগ নেই বীরুর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে তে টিমে না এলে রঞ্জি ম্যাচের জন্য সহবাগকে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার এক সপ্তাহ পরেই ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। সহবাগের হাতে সময় হয়তো ক্রমশ কমে আসছে। |