ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল দেশের হয়ে ফুটবল খেলবে। সে ভাবেই নিজেকে তৈরি করছিল বছর পনেরোর আয়ুষ দাস। রবিবার সেই ফুটবল খেলেই রবীন্দ্র সরোবরে স্নান করতে নেমে তলিয়ে গেল বি ডি মেমোরিয়াল স্কুলের দশম শ্রেণির ছাত্রটি। বাড়ি পাটুলি থানার শ্রীরামপুরে। এই ঘটনার পরে আয়ুষের বাবা কৌশিক দাস ওই স্কুলেরই ক্রীড়াশিক্ষক সুজিত চক্রবর্তীর বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে সুজিতবাবুকে গ্রেফতার করা হয়েছে। |
প্রতিশ্রুতিমান ফুটবলার আয়ুষ দাস। |
পুলিশ জানায়, স্কুলের ইন্টার-ফুটবল প্রতিযোগিতার জন্য এ দিন সকালে ‘লেক ইউথ ক্লাব’-এর সঙ্গে একটি ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করেন সুজিতবাবু। লেক কালীবাড়ির পাশের একটি মাঠে ওই ম্যাচটি খেলতে গিয়েছিল আয়ুষ-সহ ১৪ জন ছাত্র। খেলার পরে লেকে স্নান করতে নামে তারা। তাদেরই এক জন জানায়, আয়ুষ তেমন ভাল সাঁতার জানত না। তবুও বন্ধুদের সঙ্গে জলে নেমে পড়ে সে। বাকিরা স্নান করে উঠে এলেও আয়ুষ আর ওঠেনি। ঘটনাস্থলে থাকা কয়েক জন জলে নেমে তাকে খোঁজার চেষ্টা করেন। কিন্তু আয়ুষকে উদ্ধার করা যায়নি। খবর পেয়ে লেক থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সাঁতারু নামিয়ে আয়ুষের দেহ উদ্ধার করা হয়। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মনোজিৎ দাসের কোচিংয়ে ইস্টবেঙ্গল অনূর্ধ্ব-১৪ দলের গোলকিপার হিসাবে ময়দানে পা রাখা আয়ুষের। বাংলার সাব-জুনিয়র দলের হয়েও প্রতিনিধিত্ব করেছে সে। অনুর্ধ্ব-১৪ জাতীয় দলের শিবিরেও ছিল এই ফুটবল প্রতিভা। তার অকাল প্রয়াণে শোকাহত ময়দান। |