বদলেছে সময়, বদলেছে সাম্রাজ্য। প্রাক মরসুম প্রস্তুতি ম্যাচ বাদ দিলে এখনও তাঁর অধীনে একটাও ম্যাচ খেলেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবে এর মধ্যেই স্যর অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি হওয়ার চাপ বুঝতে শুরু করেছেন ডেভিড মোয়েস। মরসুম শুরুর আগেই দলবদলের বাজারে তিন ধাক্কার মুখে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
ধাক্কাগুলো কী? প্রথমত, ওয়েন রুনির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা মিটেও মিটছে না। কয়েক দিনের মধ্যেই চেলসির তরফ থেকে দ্বিতীয় প্রস্তাব আসতে চলেছে তারকা স্ট্রাইকারের জন্য। দ্বিতীয়ত, বার্সেলোনার ফাব্রেগাসকে সই করানোর দৌড়ে ফের ধাক্কা খেতে চলেছেন মোয়েস। প্রাক্তন আর্সেনাল অধিনায়কের জন্য তিরিশ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিলেও তারকা মিডফিল্ডারকে বিক্রি না করার সিদ্ধান্তেই অটল বার্সেলোনা। তৃতীয়ত, রোনাল্ডোর পুরনো ক্লাবে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। রিয়াল মাদ্রিদের নতুন কোচ কার্লো আন্সেলোত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন সিআর সেভেন সেই চেনা সাদা জার্সি পরেই নামবেন মাঠে।
রুনির জন্য প্রথম প্রস্তাব খারিজ করে দেওয়া হলেও আবার তাঁর জন্য দ্বিতীয় প্রস্তাব দিতে রাজি চেলসি কোচ হোসে মোরিনহো। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর, রুনিকে তাঁর ক্লাবে রেখে দেওয়ার জন্য রাজি করাতে প্রতি দিন ফোনের বিল খরচ করছেন মোয়েস। তবুও পরিস্থিতি বদলাচ্ছে না। এখনও নাকি ম্যাঞ্চেস্টার ছেড়ে লন্ডনে যেতে ইচ্ছুক রুনি। এ ছাড়াও কাটা ঘায়ে নুনের ছেটা হয়ে দাঁড়িয়েছেন স্যর অ্যালেক্স। প্রাক্তন ক্লাব ম্যানেজার এখনও ক্লাবের সঙ্গে জড়িয়ে থাকার কারণে রুনির ভয় যে, পরের মরসুমেও প্রথম দলে তিনি সে ভাবে সুযোগ পাবেন না।
আলকান্তারা ও বেইনসের পরে ফাব্রেগাসকে সই করানোর দৌড়েও হোঁচট খেতে চলেছেন মোয়েস। স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর, টিটো ভিলানোভার উত্তরসূরি ঠিক না হওয়া পর্যন্ত ফাব্রেগাস নিয়ে কোনও সিদ্ধান্ত নেবে না ক্লাব। এ ছাড়াও শোনা যাচ্ছে ফাব্রেগাস নিজেও নাকি বার্সেলোনায় থাকতে চান।
রুনি এবং ফাব্রেগাস নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই আবার ইংল্যান্ডে পা রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওল্ড ট্র্যাফোর্ডে স্বপ্নের প্রত্যাবর্তনের জন্য নয়, বোর্নমাউথের বিরুদ্ধে প্রাক মরসুম ম্যাচ খেলার জন্য। যার আগে শনিবার সাংবাদিক সম্মেলনে রিয়াল কোচ আন্সেলোত্তি সাফ বলে দিয়েছেন, “রোনাল্ডো এক জন বিশ্ব মানের ফুটবলার। জানি না ওকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে কি না। তবে কোনও সন্দেহ নেই যে ও রিয়ালেই থাকবে।” |