নিজেদের প্রথম এটিপি ট্যুর টুর্নামেন্টে নেমেই ডাবলস চ্যাম্পিয়ন হয়ে সাড়া ফেলে দিলেন ভারতীয় টেনিসের দুই তরুণ তুর্কি, দ্বিবিজ শরণ ও পূরব রাজা!
কলম্বিয়ায় ক্লারো ওপেনের ফাইনালে দ্বিবিজ আর পূরবের বাঁ হাতি-ডান হাতি কম্বিনেশন স্ট্রেট সেটে ৭-৬, ৭-৬ হারাল এদুয়ার্দ রজার ভ্যাসেলিন-ইগর সিজলিং জুটিকে। যে জুটির দুই তারকার আদালা আদালা ভাবে এ বছরেই দুর্দান্ত রেকর্ড দুই গ্র্যান্ড স্ল্যামের আসরে। রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে উইম্বলডনের সেমিফাইনালে হেরেছিলেন ফরাসি এদুয়ার্দ। আর ডাচ ইগর সিজলিং এ বারের অস্ট্রেলীয় ওপেনের ডাবলস রানার আপ। ফলে র্যাঙ্কিংয়ে একশোর আশেপাশে থাকা আন্ডারডগ দুই ভারতীয়ের এই জয়ে নড়ে বসেছে টেনিস দুনিয়া। পাশাপাশি মহেশ ভূপতি, সোমদেব দেববর্মন, রোহন বোপান্নারা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ট্রফি জয়ী উদীয়মান জুটিকে।
|
এটিপি ট্যুর টুর্নামেন্টে ডাবলস চ্যাম্পিয়ন: দ্বিবিজ শরণ ও পূরব রাজা। |
ফাইনাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মহেশ টুইট করেন, “মেক সাম নয়েস ফর দ্য দেসি বয়েস... দ্বিবিজ আর পূরবের প্রথম ট্রফি... সাবাশ... পতাকাটা উড়িয়ে রাখো!” রোহনও টুইটারেই অভিনন্দন জানিয়ে লেখেন, “উফ, কী খেললে তোমরা। দুরন্ত পারফরম্যান্স।” সোমদেব যোগ করেন, “আন্তরিক অভিনন্দন। তোমরা অবিশ্বাস্য খেলেছ।” নিজেদের প্রথম এটিপি ট্রফি হাতে নিয়ে জুটির হয়ে দ্বিবিজ বলেছেন, “এই ট্রফিটা ভীষণ স্পেশ্যাল। তবে এই সাফল্য সামনে রেখে আমাদের আরও এগোতে হবে।”
ভারতীয় জুটিকে নিয়ে চর্চা শুরু হয়েছিল গতকাল থেকেই। যখন সেমিফাইনালে শীর্ষ বাছাই কলম্বিয়ার জুটিকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন দ্বিবিজ-পূরব। এ দিনও অভিজ্ঞ প্রতিপক্ষের সঙ্গে প্রতিটা পয়েন্টের জন্য হাড্ডাহাড্ডি লড়তে হল তাঁদের। প্রথম সেটে ভারতীয় জুটিই পিছিয়ে ছিল ৩-৫। সেখান থেকে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে টাই ব্রেকে সেট জেতে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে নেন দ্বিবিজ-পূরব।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডেভিস কাপ খেলা দ্বিবিজ এই মুহূর্তে ভারতীয় টেনিসে আন্তর্জাতিক মানের একমাত্র বাঁ হাতি ডাবলস প্লেয়ার। অন্য দিকে, পূরবও ডেভিস কাপ খেলেছেন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। দু’জনে এতদিন খেলছিলেন চ্যালেঞ্জার সিরিজে। গত মাসে অবশ্য এই জুটি উইম্বলডনে নামার যোগ্যতা অর্জন করেও হেরছিল প্রথম রাউন্ডে। তবে এখানে জেতায় দু’জনে ২৫০ করে র্যাঙ্কিং পয়েন্টের সঙ্গে পেলেন পুরস্কার মূল্যে ৩৫ হাজার মার্কিন ডলার। যা তাঁদের এটিপি ট্যুরে সরাসরি নামার আরও সুযোগ করে দেবে। |