টুকরো খবর
তেরো বছর পর ক্রোনিয়ের চার্জশিট
মাঝে তেরোটা বছর কেটে গিয়েছে। হ্যান্সি ক্রোনিয়ে আর বেঁচে নেই। বিমান দুর্ঘটনায় মৃত। কিন্তু ২০০০ সালে পেপসি কাপে ম্যাচ গড়াপেটায় জড়িয়ে পড়া ক্রোনিয়ের নামে সোমবার চার্জশিট জমা দিচ্ছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ কমিশনার নীরজ কুমার জানিয়েছেন, চার্জশিটে প্রয়াত ক্রোনিয়েকে দোষী বলা হবে। কিন্তু গড়াপেটা কাণ্ডে জড়িয়ে পড়া আরও দুই দক্ষিণ আফ্রিকান হার্শেল গিবস এবং নিকি বোয়ের নাম উল্লেখ করা হবে না। ক্রোনিয়ে ছাড়াও তেরো বছর আগের ঘটনায় লন্ডনের বুকি সঞ্জীব চাওলাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। দিল্লি পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, দিল্লির বুকি রাজেশ কালরাকেও ছাড়া হবে না। কারণ তিনি ক্রোনিয়েকে গড়াপেটার জন্য নিয়মিত মোবাইল ফোন জোগাড় করে দিতেন। প্রসঙ্গত, ২০০০ সালের পেপসি কাপের সময় অনেক ভারতীয় ক্রিকেটারকেই সিবিআইয়ের নজরদারিতে পড়তে হয়েছিল। সিবিআই শেষ পর্যন্ত কোনও মামলা দায়ের না করলেও দিল্লি পুলিশ করে। এবং চার্জশিট তৈরি করতে লেগে যায় তেরো বছর। ম্যাচ গড়াপেটার কাণ্ড ফাঁস হয় ২০০০ সালের ৭ মার্চ। পুলিশ সেখানে ক্রোনিয়ে আর চাওলার কথাবার্তাও রেকর্ড করে। চার্জশিটে সবই থাকছে।

বিশ্ব প্রতিবন্ধী গেমসে ভারতীয় দলে অসমের ১০
প্রতিবন্ধীদের অলিম্পিকে দেশের প্রতিনিধি দলে থাকছে অসমের ১০ কিশোর-কিশোরী। ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেলে ওই প্রতিযোগিতার আসর বসতে চলেছে। সেখানে যাচ্ছে অসমের পিংকি বরুয়া, অনুদ্ধৃতি শইকিয়া, রিংকু কলিতা, আকরিবা রহমান, চন্দন রাজবংশী, অন্যতম রাজকুমার, চন্দন রাজবংশী, লুই মেনা, নীলোৎপল দত্ত ও উদয় দত্ত। সকলেরই বয়স ১২ থেকে ১৮-র মধ্যে। এদের মধ্যে উদয় ও নীলোৎপল যোরহাটের বাসিন্দা। বাকিরা গুয়াহাটির। ‘দ্য এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেম্স’ নামে এই বিশেষ ক্রীড়া সম্মেলনে বিভিন্ন প্রান্তের ‘ভিন্নভাবে সক্ষম’ কিশোর-কিশোরীরা অংশ নেবে। বিভিন্ন ক্রীড়ায় উৎসাহ দেওয়াই এই গেমসের উদ্দেশ্য।

বিশ্বকাপ তিরন্দাজিতে দীপিকাদের সোনা
তিরন্দাজির বিশ্বকাপে পুরুষদের দলগত কম্পাউন্ড বিভাগে ব্রোঞ্জ জিতল ভারত। রজত চৌহান, সন্দীপ কুমার ও রতন সিংহ খুরাইজামকে নিয়ে গঠিত তিন সদস্যের ভারতীয় দল আয়োজক দেশ কলম্বিয়াকে হারাল ২১৫-২১০ ফলাফলে। হাওয়ার প্রাবল্য বেশি থাকায় এ দিন শুরুতে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হন ভারতীয় তিরন্দাজরা। তা সত্ত্বেও তারা শুরুতেই এগিয়ে যান ৫২-৫০ ফলাফলে। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই কলম্বিয়া ১০৪-১০২ ফলাফলে পিছিয়ে দেয় ভারতকে। যদিও শেষ পর্বে ভারতীয় তিরন্দাজরা জ্বলে উঠে ব্রোঞ্জের লড়াইয়ে জয় এনে দেন দেশকে।

মাতৃত্বের ছুটিতে মেরি কম
রয়েছেন মাতৃত্বের ছুটিতে। আগামী এক বছর কোনও প্রতিযোগিতায় নামার কোনও পরিকল্পনা নেই। তার মধ্যে আবার প্রথম ছয় মাস থাকবেন অনুশীলনের বাইরে। তা সত্ত্বেও মহিলাদের বক্সিংয়ে পাঁচ বারের ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন আশাবাদী রিও অলিম্পিকে ভাল ফলের ব্যাপারে। লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী মেরি কম বলছেন, “লন্ডনে সোনা পাইনি। রিওতে ৪৮ কেজি বিভাগ থাকলে অলিম্পিকে সোনার জন্য একটা চেষ্টা করবই।”সপ্তাহখানেক আগেই তৃতীয় সন্তান প্রিন্স এসেছে মেরির কোলে। মাতৃত্ব অবকাশে থাকা তিরিশ বছরের মেরি তাই বলছেন, “এক বছর রিংয়ের বাইরেই থাকব। ছ’মাস পর থেকে শুরু করব হালকা অনুশীলন। এক বছরের মধ্যে পুরো ফিটনেস চলে আসবে। এই সময়টায় কোনও প্রতিযোগিতা নেই।”

আই লিগে মহিলা রেফারি
আই লিগে কি এ বার ওডাফা-টোলগেদের খেলাতে দেখা যেতে পারে এক জন মহিলা রেফারিকে? ফেডারেশন সূত্রের খবর, গোয়ার মারিয়াম রেবেলো আই লিগের প্রথম মহিলা রেফারি হতে চলেছেন। রবিবার রাতে ফেডারেশনের রেফারি কমিটির ভাইস চেয়ারম্যান প্রদীপ নাগ বললেন, “আই লিগের জন্য রেবেলোর নাম আমরা ভাবনা-চিন্তা করছি। সামনে একটা ফিটনেস পরীক্ষা দিতে হবে ওকে। সেটা পাস করতে পারলে ওর আই লিগে রেফারি হওয়ার দারুণ সম্ভাবনা আছে। রেবেলোর ফিটনেস কিন্তু ছেলেদের সমতুল্যই।” রেবেলোকে গত বছর সন্তোষ ট্রফিতেও রেফারি হিসেবে দেখা যায়।

চালকের মৃত্যুতে বাতিল ধোনির টিমের রেস
ইতালীয় চালক আন্দ্রে আনোতেল্লির আকস্মিক মৃত্যুতে রবিবার বাতিল করা হল বিশ্ব সুপারস্পোর্টস রেস। যেখানে মহেন্দ্র সিংহ ধোনির টিমের চালক কিনান সোফুগ্লু-ও অংশগ্রহণ করেছিলেন। ইতালীয় চালকের মৃত্যুর খবরে তিনি রীতিমতো চমকেও যান। কারণ রবিবার সকালেই আনোতেল্লির সঙ্গে তিনি প্রাতঃরাশ করেছিলেন। পরে কিনান বলেন, “প্রাতঃরাশে রেস নিয়ে প্রচুর কথা হয়েছিল। প্রথমে ভেবেছিলাম এটা আর পাঁচটা ক্র্যাশের মতো একটা। কিন্তু পরে খবরটা পাওয়ায় স্তব্ধ হয়ে গিয়েছি।” এ দিন প্রথম ল্যাপের সময়ই প্রবল বৃষ্টির কারণে আনোতেল্লির বাইক আচমকা রেসকোর্সে ছিটকে পড়ে। মাথায় প্রচণ্ড আগাত লাগে আনোতেল্লির।

সুতীর্থারা সেরা
দক্ষিণ এশীয় জুনিয়র টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের চারটি দলগত সোনাই জিতল ভারত। সব বিভাগের ফাইনালেই ভারতীয়দের কাছে হারে শ্রীলঙ্কা। ব্রোঞ্জ পদকগুলি ভাগ করে নিয়েছে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান। ভুটান একমাত্র পদকহীন দেশ। ভারতের বালিকা দলে বাংলার দুই প্রতিনিধি সুতীর্থা মুখোপাধ্যায় ও সাগরিকা মুখোপাধ্যায় ফাইনালে তাদের সব ম্যাচ জিতেছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.