টুকরো খবর |
বাগানের সামনে রেল, টোলগেদের প্রতিপক্ষ ব্যারেটোরা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা লিগে মোহনবাগানের প্রথম ম্যাচে (১০ সেপ্টেম্বর) প্রতিপক্ষ রেলওয়ে এফসি। ৯ সেপ্টেম্বর টোলগে-পেনদের মহমেডান মুখোমুখি হবে ভবানীপুরের। ইউনাইটেড স্পোর্টসের প্রথম ম্যাচে প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। যদিও নির্দিষ্ট সময়ে ফুটবলাদের সই না হওয়ার কারণে জর্জ ম্যাচ ইউনাইটেড ওয়াকওভার দেবে বলে ক্লাবসূত্রের খবর। রবিবারই ইউনাইটেডের ট্রায়ালে আসছেন দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার চোই চ্যাং ইয়োং।
এ দিকে, শনিবারই শেষ হল কলকাতা লিগের প্রথম পর্ব। মূল পর্বে উঠেছে ভবানীপুর, এরিয়ান, কালীঘাট এমএস, রেলওয়ে এফসি, পিয়ারলেস, আর্মি একাদশ, জর্জ টেলিগ্রাফ, পুলিশ এসি। আইএফএ-তে ড্রয়ের মাধ্যমে এ দিন মূল টুর্নামেন্টের সূচি ঠিক হয়।
এ দিন গয়েশপুর মাঠে বিএনআর-সাদার্ন সমিতি ম্যাচ শুরু হওয়ার আগে দু’দলের ফুটবলাররা দেখেন মাঠে কাঁচের টুকরো পড়ে রয়েছে। খেলা শুরু হয় নির্দিষ্ট সময়ের প্রায় ৪০ মিনিট পর। প্রশ্ন উঠেছে, রাতারাতি মাঠের মধ্যে এত কাঁচের টুকরো এল কোথা থেকে? আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এ দিন একই সময়ে ভবানীপুর-জর্জ ম্যাচ ছিল মোহনবাগান মাঠে। ভবানীপুর যদি হেরে যেত বা ড্র করত, সে ক্ষেত্রে বিএনআর ড্র করলে বা জিতলেই মূল পর্বে চলে যেত। কিন্তু ব্যারেটোর জোড়া গোলে ২-১ জেতে ভবানীপুর। বিএনআর ২-২ ড্র করে। ভবানীপুরের ম্যাচের শেষের দিকে জর্জের গোলকিপারের সঙ্গে সংঘর্ষে চোট পান ব্যারেটো। রেফারি গোলকিপারকে হলুদ কার্ড দেখালে, ব্যারেটোর সঙ্গে তাঁর ঝামেলা লেগে যায়। নিটফল, লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্যারেটোকেই।
|
জিতেও খুশি নন বোল্ট
নিজস্ব প্রতিবেদন |
তিন-তিনটে বিশ্ব খেতাব জিতে থাকতে পারেন। মরসুম শেষ করতে পারেন জয় দিয়ে। কিন্তু উসেইন বোল্ট মনে করছেন, সদ্যসমাপ্ত মরসুমটা মোটেও তাঁর কেরিয়ারের সেরা ছিল না। ব্রাসেলসে ডায়মন্ড লিগ একশো মিটার রেস ৯.৮ সেকেন্ডে জিতে উঠে বোল্ট বলেছেন, “প্রথমে চোট পেয়ে গিয়েছিলাম তাই এই মরসুমটা আমার পক্ষে আদর্শ ছিল না। কেরিয়ারের সেরা তো নয়ই।” সঙ্গে অবশ্য যোগ করেছেন, “সবচেয়ে ভাল ব্যাপার হল যে, আমি শীর্ষে থেকে শেষ করতে পেরেছি।” ব্রাসেলসে শুরুটা ভাল হয়নি বোল্টের। শেষ ৪০ মিটারে বাকিদের পিছনে ফেলে দেন। “এ বার শুরুটা মরসুমের বাকি রেসের চেয়ে ভাল হয়েছিল। কিন্তু এখনও খাটতে হবে,” রেস শেষে বলেছেন বোল্ট।
পুরনো খবর:
• পেলে-আলির পাশে বসতে চান বোল্ট
• মস্কোয় বোল্টের ‘ডাবল’
|
টোকিওয় অলিম্পিক
নিজস্ব প্রতিবেদন |
২০২০-র অলিম্পিক হবে জাপানের টোকিওয়। এই প্রথম এশিয়ার কোনও দেশে দ্বিতীয় বার অলিম্পিক হতে চলেছে। এর আগে টোকিও অলিম্পিক হয়েছিল ১৯৬৪ সালে। শনিবার রাতে আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের সভায় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নিজেই বলেন, কেন টোকিওরই অলিম্পিকের দায়িত্ব পাওয়া উচিত। এই লড়াইয়ে টোকিওর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল ইস্তানবুল। এই নিয়ে পাঁচ বার ব্যর্থ হল তারা।
|
নজর কাড়ল মৈত্রেয়রা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সেন্ট্রাল সুইমিং ক্লাবে ইউথ হস্টেলস অ্যাসোসিয়েশন শ্যামবাজার শাখার বয়স ভিত্তিক সাঁতার হল শনিবার, হেদুয়ায়। ৫০ মিটার ফ্রিস্টাইলে নজর কাড়ল মৈত্রেয় চট্টোপাধ্যায়, অভিরূপ গঙ্গোপাধ্যায়, জয়ন্ত জানা, সোহম চৌধুরীরা। অংশো নিয়েছে একশোর উপর প্রতিযোগী।
|
মনোবিদে আগ্রহী নন বাংলার কোচ |
ক্রিকেটারদের জন্য যে মনোবিদ, মোটিভেশনে সিএবি কর্তারা হঠাৎ গুরুত্ব দিতে শুরু করেছেন, তাতে কিন্তু আগ্রহী নন বাংলার সিনিয়র দলের কোচ অশোক মলহোত্র। বরং সৌরভের মতো কিংবদন্তিদের ডেকে ক্রিকেটারদের উদ্বুদ্ধ করানোর উদ্যোগে সায় রয়েছে বাংলার কোচের। শনিবার শহরে ফিরে ক্রিকেটারদের অনুশীলন করান তিনি। কিন্তু বেহাল ইন্ডোরে দলের প্র্যাকটিস পছন্দ নয়। মলহোত্র বলেন, “ইন্ডোরে অনুশীলনে বেশ কিছু সমস্যা হচ্ছে। মাঠে প্র্যাকটিস না করলে এই সমস্যাগুলো মিটবে না। সে জন্য চ্যালেঞ্জার্স টুর্নামেন্টটা শুরুর আগে কয়েক দিন নেট প্র্যাকটিস করতে পারলে ভাল হত।” |
নতুন কোচ অশোক মলহোত্রের সঙ্গে অশোক দিন্দা
ও ঋদ্ধিমান সাহা। শনিবার বাংলার প্র্যাক্টিসে। |
মনোজ তিওয়ারিকে রঞ্জি ট্রফির অনেকটা সময় পাওয়া যাবে না ধরে নিয়েই ঋদ্ধিমান সাহাকে চার নম্বরে ব্যাট করাতে চান অশোক। কোচের ব্যাখ্যা, “ঋদ্ধিকে কাজে লাগাতে হবে আমাদের।” তবে চেন্নাই সুপারকিংসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাবেন বলে চ্যালেঞ্জার্সে খেলতে পারবেন না ঋদ্ধি। মনোবিদ প্রসঙ্গে অশোকের বক্তব্য, “যাঁরা ক্রিকেট খেলেননি, তাঁদের থেকে কী করে ম্যাচের ‘ক্রাইসিস সিচুয়েশন’ থেকে বেরিয়ে আসার টোটকা পাওয়া যাবে? তার চেয়ে সৌরভ, অরুণলালের মতো প্রাক্তন ক্রিকেটার, যাদের এমন অভিজ্ঞতা আছে, তাদের ডেকে এনে ক্রিকেটারদের সঙ্গে কথা বলানো ভাল।”
পুরনো খবর:
• লক্ষ্মীদের জন্য মনোবিদ চান অশোক
• আগুন বার করতে জানেন নতুন কোচ, বলছেন লক্ষ্মীরা
|
বোর্ডের রোষে বিন্দ্রা |
ললিত মোদীকে সমর্থন ও সোশ্যাল নেটওয়ার্কে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করে এখন বোর্ডের অপছন্দের তালিকার ওপরের দিকেই রয়েছেন পঞ্জাব ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট ইন্দরজিৎ সিংহ বিন্দ্রা। তাই ২৫ সেপ্টেম্বর মোদীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে, তাতে বিন্দ্রাকে সতর্ক ও ভর্ৎসনা করে চিঠি দেওয়াও হতে পারে।
পুরনো খবর:
• মোদী পাশে পেয়ে গেলেন বিন্দ্রাকে
• নির্বাচনের আগে কাঁটা তোলার খেলায় শ্রীনি
|
মুলারকে ছুঁলেন ক্লোসে |
আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে অনন্য নজির গড়লেন মিরোস্লাভ ক্লোসে। জার্মানির সর্বোচ্চ গোলদাতা গার্ড মুলারের ঐতিহাসিক রেকর্ড ছুঁলেন ক্লোসে। শুক্রবার রাতে অস্ট্রিয়াকে ৩-০ হারায় জার্মানি। যে ম্যাচে তিনি প্রথম গোল করে মুলারের ৬৮ গোলের রেকর্ড স্পর্শ করলেন। এ দিনই দেশের জার্সিতে শততম ম্যাচ খেললেন ফিলিপ লাম।
|
অন্য খেলায় |
ভেটারেন্স ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব-৯ থেকে ১১ ও অনূর্ধ্ব-১১ থেকে ১৩ ফুটবল ট্রায়াল হবে ১৪-১৫ সেপ্টেম্বর, সকাল ন’টা থেকে ক্লাবের মাঠে। |
|