মাইকেল জর্ডন, মহম্মদ আলি আর পেলের মতো কিংবদন্তিদের পাশে নিজেকে বসাতে চান উসেইন বোল্ট।
মস্কোয় বিশ্ব অ্যাথলেটিক্সে নামার চব্বিশ ঘণ্টা আগে নিজের অভিনব ইচ্ছের কথা জানিয়ে দিলেন বিশ্বের দ্রুততম মানব। কিংবদন্তি বাস্কেটবলার, বক্সার ও ফুটবলারের পাশে বিশ্বরেকর্ডধারী স্প্রিন্টার কী ভাবে নিজেকে দেখবেন? মস্কোয় বোল্ট বলছেন, “আমাকে লোকে ওঁদের মতো মনে রাখুক, এটাই চাই। তেমন কিছুই করে দেখাতে হবে আমাকে। ওঁদের স্তরে উঠতে হবে।”
গতবার ১০০ মিটার ফাইনালে ফলস স্টার্টের জন্য নাটকীয় ‘ডিসকোয়ালিফাই’ হয়ে যাওয়ায় এ বারের বিশ্ব মিট স্বভাবতই বোল্টের কাছে বিরাট চ্যালেঞ্জ। তার ওপর ডোপিংয়ের অভিযোগে জর্জরিত তাঁর দেশ জামাইকার একাধিক অ্যাথলিট। রিলেতে তাঁর টিমমেট আসাফা পাওয়েল, ট্রেনিং পার্টনার শেরন সিম্পসন, জামাইকান মেয়ে স্প্রিন্টার ভেরোনিকা ক্যাম্পবেল ব্রাউন এবং বোল্টের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী মার্কিন অ্যাথলিট টাইসন গে-ও ডোপিংয়ের দায়ে অভিযুক্ত। তাই বোল্টের দিকেও তাকাচ্ছে বহু সন্দিগ্ধ চোখ। |
বোল্টই বক্স-অফিস। মস্কোর ট্র্যাকে
নামল তাঁর কাঠপুতুল। ছবি: এএফপি
|
শনিবার হিটের পর রবিবার রাতে বিশ্বের দ্রুততম মানবের পদক জিতে নিয়ে এ সবের জবাব দেওয়াই এখন বোল্টের একমাত্র উদ্দেশ্য। তাঁর জন্য ভাল খবর, গতবার ফাইনালে তিনি বাতিল হয়ে যাওয়ার পর যিনি বিশ্ব মিটে একশো মিটারে সোনা জিতেছিলেন, সেই স্বদেশীয় তারকা স্প্রিন্টার ইয়োহান ব্লেক চোটের কারণে মস্কোয় নেই। তবে বোল্টের এ বার টার্গেট আরও বড়। শুধু ১০০ মিটার নয়, ২০০ ও ৪০০ মিটারের সোনা এবং অন্তত দু’টি নতুন বিশ্বরেকর্ড গড়াও এ বার বোল্টের ‘টাস্ক’। যতই ডোপিং বিতর্ক ঘিরে থাকুক তাঁকে, মস্কোয় তিনিই যে সারা দুনিয়ার ফোকাস এবং এই জনপ্রিয়তাকে যে কাজে লাগাতে চান আয়োজকরা, তা গত ক’দিন ধরে লুঝনিকি স্পোর্টস কমপ্লেক্সে উসেইন বোল্টের পুতুল প্রদর্শনের বহরেই স্পষ্ট।
মস্কোয় এ বার যাতে বিন্দুমাত্র সমস্যা না হয়, তাই পাঁচ দিন আগেই সেখানে পৌঁছে গিয়েছেন বোল্ট। তবে ট্র্যাকে নামার আগে মিডিয়ার মুখোমুখি হতে রাজি নন তিনি। তাঁর সাপোর্ট স্টাফ শুধু বলেছেন, “বোল্টের প্রস্তুতি একদম ঠিকঠাক এগোচ্ছে। ও খুব ভাল অবস্থায় রয়েছে। শনিবারই সুপারস্টার স্প্রিন্টার নেমে পড়ছে ১০০ মিটারের হিটে। ফাইনাল রবিবার। আশা করা হচ্ছে, ও নিজের ফর্মেই দৌড়বে।” |