দুটো প্রস্তাব খারিজ হয়ে গেলে কী হবে, এখনও ওয়েন রুনিকে স্ট্যামফোর্ড ব্রিজে আনতে বদ্ধপরিকর চেলসি কোচ হোসে মোরিনহো।
প্রাক মরসুম প্রস্তুতির জন্য দলের সঙ্গে মোরিনহো এখন যুক্তরাষ্ট্রে। তবু দলবদলের বাজারে তাঁর চোখ আটকে রুনিতেই। এ দিন মোরিনহো বলেও দিয়েছেন, “রুনি একমাত্র ফুটবলার যাকে আমি সই করাতে চাই। নিয়ম মেনেই আমরা প্রস্তাব রেখেছি। সেটা খারিজ হয়ে গিয়েছে, তবু আমরা আশা ছাড়ছি না।” রুনির জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে সরকারি ভাবে প্রস্তাব দিলেও বেআইনি ভাবে ফুটবলার ‘ট্যাপ’ করেননি বলে এ দিন জানালেন মোরিনহো। “ম্যান ইউ-র কাছে শুধু প্রস্তাব রেখেছি। রুনির সঙ্গে যোগাযোগ করার কোনও চেষ্টা কিন্তু আমরা করিনি,” বলছেন চেলসির পর্তুগিজ কোচ।
ম্যাঞ্চেস্টারের অন্যতম আইকন রুনি ক্লাব ছাড়ার ইচ্ছে প্রকাশ করলেও তাঁদের নতুন কোচ ডেভিড মোয়েস জানিয়ে দিয়েছেন যে কোনও ভাবেই তারকা স্ট্রাইকারকে বিক্রি করা হবে না। বিশেষ করে ইপিএলের কোনও ক্লাবে। রুনিকে ছাড়া হবে না বললেও কিন্তু তাঁকে ক্লাবের রিজার্ভ দলের সঙ্গে ট্রেনিং করতে বলা হয়। যার পরপরই ব্রিটিশ প্রচারমাধ্যমে জল্পনা শুরু হয় যে হয়তো ক্লাবকে লিখিত ভাবে ট্রান্সফারের আর্জি জমা দিয়েছেন রুনি। এ ছাড়াও ব্রিটিশ দৈনিকের খবর, রুনির পরিবর্ত ফুটবলার সই করালেই হয়তো চেলসির কাছে বিক্রি করা হবে রুনিকে। যে তালিকায় সবচেয়ে এগিয়ে ইতালীয় ক্লাব উদিনেসের তরুণ তারকা লুইস মুরিয়েল। |
এ দিন আবার সেস ফাব্রেগাসকে সই করানোর দৌড়ে বড় ধাক্কা খেলেন মোয়েস। ক্লাবের সঙ্গে প্রাক মরসুম প্রস্তুতিতে সাংবাদিক সম্মেলনে ম্যান ইউ-র প্রস্তাবকে ‘না’ বলে দিলেন বার্সেলোনার তারকা মিডফিল্ডার। “আমি বার্সেলোনায় থেকে আরও ট্রফি জিততে চাই। আমি খুব গর্বিত যে ম্যান ইউ-র মতো ক্লাব আমাকে দলে নিতে চায়। কিন্তু বার্সেলোনা ছেড়ে যাওয়ার কথা কখনও ভাবিনি।” ফাব্রেগাসকে সই করাতে না পারার জন্য এখন থেকেই নিজের পুরনো ক্লাবের মিডফিল্ডার মারুয়ান ফেলাইনি-কে সই করাতে চান মোয়েস।
|