খোদ ব্রিটিশ মিডিয়াতেই ওয়েন রুনিকে নিয়ে বিভ্রান্তি। এক দিকে বিলেতি প্রচারমাধ্যমে খবর, আগামী সপ্তাহেই রুনি দল ছাড়ার আবেদনপত্র সরকারি ভাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড শীর্ষকর্তাদের জমা দেবেন। আবার ব্রিটিশ মিডিয়ারই একটা অংশের পাল্টা দাবি, এ মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়বেন না নাকি বলে দিয়েছেন রুনি।
এ দিকে, গত ইপিএলের সেরা ফুটবলার গ্যারেথ বেলের এ বার রিয়াল মাদ্রিদে যাওয়া মোটামুটি নিশ্চিত শোনা গেলেও টটেনহ্যাম ম্যানেজার আন্দ্রে ভিয়াস বোয়াস কিন্তু উল্টো কথাই বলছেন। বোয়াস কিছুতেই টিমের সেরা ফুটবলারকে ছাড়তে রাজি নন। সোজাসাপ্টা বলেছেন, টটেনহ্যাম মোটেও বিক্রি করছে না বেল-কে। যেমন রুনির ব্যাপারে অবস্থান ম্যান ইউ ম্যানেজার ডেভিড মোয়েসেরও।
তবে মোয়েস যাই চান না কেন, রুনি নাকি টিম ছাড়ার ব্যাপারে মনস্থির করেই ফেলেছেন। এক ম্যান ইউ ফুটবলারই বলেছেন, “মোয়েস কী চাইছেন সেটা এখানে বড় ব্যাপার নয়। এটা পরিষ্কার ওয়েন সব ঠিক করে ফেলেছে। নতুন চ্যালেঞ্জের দিকেই ওয়েনের নজর এখন। ক্লাবের মধ্যে এখন তুমুল জল্পনা, হয়তো আগামী সপ্তাহেই ওয়েন সরকারি ভাবে ট্রান্সফারের অনুরোধ করবে।” রুনি শোনা যাচ্ছে, হোসে মোরিনহোর চেলসি-তেই যেতে চান। কিন্তু ম্যান ইউ আগেই জানিয়ে দিয়েছে ইপিএলের কোনও ক্লাবে রুনিকে বিক্রি করা হবে না। চেলসি যদিও রুনিকে টিমে নিতে মরিয়া। ২৩ মিলিয়ন পাউন্ডের ‘বিড’ ব্যর্থ হওয়ার পর এ বার রুনির জন্য ৪০ মিলিয়ন পাউন্ড দর দিয়েছে মোরিনহোর নতুন দল। তবে ব্রিটিশ মিডিয়ার অন্য অংশের খবরটাই যদি ঠিক হয়, তা হলে মোরিনহোর কোনও প্রয়াসই সফল হবে না। রুনি দল ছাড়বেন না।
রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল-কে কেনারও কি এ রকমই হাল হবে? এবং সেই প্রশ্ন উঠছেও ইউরোপীয় ফুটবল মহলে। কারণ, ১০৫ মিলিয়ন পাউন্ডে বেলের ট্রান্সফার প্রায় নিশ্চিত মিডিয়া দাবি করার পর টটেনহ্যাম বস বলছেন, ‘ওয়েলস উইজার্ড’-কে নিয়েই তিনি এ মরসুমের দল সাজাচ্ছেন। রিয়াল যে ভাবে বেল-কে কেনার কৌশল নিয়েছে তারও সমালোচনা করেছেন বোয়াস। |