দুই মহাতারকা, দুই ভিন্ন চিত্র।
একজন গোল করে নিজের দলকে জেতালেন। আর এক জন ‘শান্তির দূত’ হিসাবে গেলেন ইজরায়েল। ফুটবল মরসুম শুরু হতে বাকি কয়েক সপ্তাহ। কিন্তু ব্যক্তিগত প্রস্তুতি এখন থেকেই সেরে নিচ্ছেন ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। |
এলেম নতুন দেশে |
|
|
ইজরায়েলে বিখ্যাত ‘ওয়েস্টার্ন ওয়াল’-এর সামনে প্রার্থনায় মগ্ন
লিওনেল মেসি। ঘুরে দেখছেন বেথলেহেমের সুপ্রাচীন গির্জাও। |
|
প্রাক মরসুম প্রস্তুতিতে নিজেদের জয়ের অভ্যেস ধরে রাখল রিয়াল মাদ্রিদ। রোনাল্ডো ও মেসুট ওজিলের গোলের সৌজন্যে এভার্টনকে ২-১ হারিয়ে যুক্তরাষ্ট্রে আয়োজিত আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে উঠল কার্লো আন্সেলোত্তির দল। প্রথমার্ধের শুরুতেই এভার্টন গোলরক্ষককে কাটিয়ে চেনা মেজাজে গোল করে রিয়ালকে ১-০ এগিয়ে দেন রোনাল্ডো। ওজিলের গোলে বিরতির আগে রিয়াল ব্যবধান বাড়ায়। দ্বিতীয়ার্ধের ষাট মিনিটের মাথায় ক্রোয়েশিয়ান স্ট্রাইকার জেলাভিচ গোল করে ২-১ করলেও, রিয়াল শেষ পর্যন্ত জিতে যায়। ম্যাচ শেষে রিয়ালের ইতালীয় কোচ বলেন, “ভাল খেলেছি তাই জিতেছি। কিন্তু চেলসি বা মিলানের বিরুদ্ধে ফাইনাল হলে খুব কঠিন হবে।” |
|
|
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তখন মার্কিন মুলুকে মজেছেন ফুটবল আর জেনিফার লোপেজে। |
|
ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে ঝামেলা বন্ধ করার জন্য শান্তির দূত হিসাবে আবার অবতীর্ণ হল বার্সেলোনা দল। শনিবার ইজরায়েলে পৌছেই হেব্রন শহরে ছোটদের সঙ্গে অনুশীলন শিবিরের আয়োজন করে বার্সেলোনা। ফুটবলের রাজপুত্র মেসিকে এক ঝলক দেখতে প্রায় পঁচিশ হাজারের মতো সমর্থক জমে যায়। কেউ কেউ ছবি তোলার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন। কেউ কেউ এলএম টেনের সঙ্গে হাত মিলিয়ে যান। শনিবার প্যালেস্তাইন প্রেসিডেন্ট মামুদ আব্বাসের সঙ্গে দেখা করে বার্সা টিম। রবিবার তেল আভিভে আরও কয়েক জন ছোটদের সঙ্গে অনুশীলন করলেন জাভি-ইনিয়েস্তারা। পরে ইনিয়েস্তা বলেন, “গোল করা অবশ্যই জরুরি। কিন্তু আসল হল ছোটদের ঠিক শিক্ষাটা দেওয়া।” |