দিনের পর দিন বাড়ছে জল্পনা, বাড়ছে সমর্থকদের চিন্তা। অগস্টের শেষে কি দলের মহাতারকা অন্য ক্লাবের জার্সি গায়ে মাঠে নামবে? ফুটবলবিশ্ব জুড়ে একটাই প্রশ্ন। হালফিলে দলবদলের বাজারের বেশি ‘টিআরপি’ ওয়েন রুনির ভবিষ্যৎ নিয়ে থাকলেও, সেই বাজারে এখন ঢুকে পড়েছেন আরও তিন মহাতারকা।
তিন রকম পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছেন তিন তারকা। আর্সেনালের প্রাক্তন অধিনায়ক সেস ফাব্রেগাস এখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নজরে। বার্সেলোনার নতুন কোচ জেরার্দো মার্টিনো যতই বলে দিন যে ফাব্রেগাসকে বিক্রি করা হবে না, স্প্যানিশ তারকাকে সই করানোর আশা কিন্তু এখনও ছাড়েননি ম্যান ইউ-এর নতুন বস ডেভিড মোয়েস। ফাব্রেগাসের প্রাক্তন ক্লাব আর্সেনাল আবার লুই সুয়ারেজকে এমিরেটস স্টেডিয়ামে আনতে মরিয়া। লিভারপুলের উরুগুয়ান স্ট্রাইকারকে সই করাতে আর্সেনালের ৪০ মিলিয়ন পাউন্ডের প্রাথমিক প্রস্তাব খারিজ হয়ে গেলে কী হবে, এখনও সুয়ারেজকে নর্থ লন্ডন আনতে চান আর্সেন ওয়েঙ্গার।
তৃতীয় তারকা গ্যারেথ বেল। যাঁর ক্লাব, আর্সেনালের প্রতিবেশী ক্লাব টটেনহাম হটস্পার লড়াই চালিয়ে যাচ্ছে তাঁর রিয়াল মাদ্রিদ যাওয়া আটকাতে। |
ফাব্রেগাসের জন্য ম্যাঞ্চেস্টারের কাছ থেকে তৃতীয় প্রস্তাব এলেও তা খারিজ হবে বলে মার্টিনো জানালেও, এখনও বার্সা তারকাকে সই করানোর আশা জাগিয়ে রাখছেন মোয়েস। ক্লাব ছাড়া নিয়ে ফাব্রেগাস ব্যক্তিগত মতামত এখন পর্যন্ত জানাননি। যদিও ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর, স্প্যানিশ তারকা তাঁর ঘনিষ্ঠমহলে জানিয়েছেন যে ইপিএলে ফিরতে তিনি রাজি। যদিও বার্সা শিবিরে ফাব্রেগাসকে এখনও পরের মরসুমের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে ধরা হচ্ছে। অন্য দিকে সুয়ারেজেকে পেতে অগস্ট অবধি অপেক্ষা করতে রাজি আছেন ওয়েঙ্গার। “সুয়ারেজকে সই করানোর ক্ষেত্রে এখনও অনেকটাই পিছিয়ে আমরা। এমিরেটস কাপ খেলার আগে মনে হয় কোনও নতুন ফুটবলার সই করতে পারব,” বলছেন ওয়েঙ্গার। ব্রিটিশ ফুটবলমহলে জল্পনা, সুয়ারেজের জন্য লিভারপুলকে দ্বিতীয় প্রস্তাব দিতে রাজি আর্সেনাল। এমনকী সুয়ারেজকে প্রতি সপ্তাহে ১৫০ হাজার পাউন্ড বেতন দিতেও রাজি তারা।
দলবদলের টালমাটালে ফের চলে এলেন বেল। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর, রোনাল্ডোর দল সরকারি ভাবে ৮১ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে টটেনহ্যাম মহাতারকার জন্য। |