ওয়াটসনকে স্টান্স বদলানোর টিপস জোন্সের
অ্যাসেজে শেন ওয়াটসনকে ‘টু স্টেপ ডান্স’ করার পরামর্শ দিচ্ছেন ডিন জোন্স। না, আনন্দে উদ্বাহু হয়ে নৃত্যের এটা কোনও বিশেষ ভঙ্গিমা নয়। প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটারের এই দাওয়াই ওয়াটসনের এলবিডব্লিউ-র ফাঁদে পড়ার রোগ সারাতেই।
চলতি অ্যাসেজে চার ইনিংসে তিন বার এলবিডব্লিউ-র শিকার ওয়াটসন। অজিদের ঘুরে দাঁড়াতে প্রাক্তন সহঅধিনায়কের বড় রানের ভরসা অনেকটাই। কিন্তু গত ৪৩ ম্যাচে মাত্র দুটো সেঞ্চুরি এসেছে অস্ট্রেলিয়ার আক্রমনাত্মক এই ব্যাটসম্যানের থেকে। সমস্যা টেকনিকেই বলে মনে করছেন ১৯৮৯ অ্যাসেজ সফরের নায়ক জোন্স। “সমস্যাটা মেনে নিয়ে ইতিবাচক ভাবে সমাধানের পথ খুঁজতে হবে ওয়াটসনকে। আমার মনে হয় বলটা ডেলিভারি করার আগে একটু ডান্স করতে হবে ওয়াটসনকে। স্টান্সটা একটু বদলে নিতে হবে। যাতে শট মারার সময় ব্যাটটা সোজা থাকে,” বলেন জোন্স। কিন্তু ডান্সটা ঠিক কী ভাবে করবেন ওয়াটসন? “ডান পা থাকবে পয়েন্টের দিকে। বাঁ পা বোলারের দিকে। বোলারের দিকে একটু ওপেন স্টান্সে থাকতে হবে। একটু সময় লাগবে এটা রপ্ত করতে। এই স্টান্সে খেলতে তো আর ও অভ্যস্ত নয়,” বলেন তিনি।
বিশেষজ্ঞদের মতে ফ্রন্ট ফুটে দ্রত চলে আসাতেই সমস্যায় পড়ে যাচ্ছেন ওয়াটসন। দ্রুত শরীরের ভার ফ্রন্টফুট থেকে সরাতে না পারায় সোজা আর ভিতরের দিকে ঢুকে আসা বলের ফাঁদে পড়ে যাচ্ছেন। এই রোগ সারাতে সত্যিই জোন্সের দাওয়াই কাজ দেবে কি না সেটা ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুটোর সঙ্গে লন্ডনে ‘ক্লোজড ডোর’ প্র্যাকটিসে ব্যস্ত ওয়াটসনই জানেন। গত সপ্তাহে সচিন তেন্ডুরকরকে অনেকটটা এ ভাবেই ওপেন চেস্ট স্টান্সে খেলার পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।
ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় টেস্টে কেভিন পিটারসেন খেলতে পারেন এমন জল্পনার মধ্যে অজিদের টিমের বাকি সদস্যরা হোভ-এ তিন দিনের প্র্যাকটিস ম্যাচ খেলতে ব্যস্ত থাকলেও ওয়াটসন আর ক্রিস রজার্স লন্ডনেই রয়েছেন। সরকারি ভাবে ‘বিশ্রাম’-এর জন্যই লন্ডনে থাকার কথা বলা হলেও আসল কারণটা যত দ্রুত সম্ভব ওপেনারদের রোগ সারানো তাতে কোনও সন্দেহ নেই।
হোভে আবার বৃষ্টিবিঘ্নিত প্র্যাকটিস ম্যাচের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৬৬-৫(ডিঃ) জবাবে সাসেক্স ২২৮-৫। গত দিন ৯৮ রানে অপরাজিত স্টিভন স্মিথ শেষ পর্যন্ত ১০২ রানে নট আউট থাকেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.